রাষ্ট্রবিরোধী অপপ্রচার
রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হোন: প্রধানমন্ত্রী
যারা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে এবং বিদেশে থেকে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার ওয়াশিংটন ডিসির এক হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীদের ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি তার এই আহ্বান পুনর্ব্যক্ত করেন।
শনিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বিষয়টি সাংবাদিকদের জানান।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে।’
তিনি বলেন, কিছু সংগঠন যারা মানবাধিকার নিয়ে কথা বলে, তারা দুই পলাতক ভারতীয় ও এখন বিএনপির মিছিলে দেখা যায় এমন কিছু ব্যক্তির নামের তালিকা (জোরপূর্বক গুমের শিকার অভিযোগে) দিয়েছিল।
আরও পড়ুন: বিএনপি শাসনামলের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরুন: প্রবাসী বাংলাদেশিদের প্রধানমন্ত্রী
তিনি বলেন, কিছু বাংলাদেশি বিভিন্ন অপকর্ম করে দেশ ছেড়ে পালিয়েছে এবং তারা এখন বিদেশে বড় ভাঁড়ে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নির্মিত ডিজিটাল বাংলাদেশের সুবিধার জন্য কিছু লোক প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে যা খুশি বলছে… তাদের যথাযথ উত্তর দেয়ার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে।’
তিনি আরও বলেন, মিথ্যা অভিযোগ এনে দেশের ভাবমূর্তি নষ্ট করাই তাদের কাজ।
প্রধানমন্ত্রী জানান, যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর খুনি ও তাদের সন্তানরা রাষ্ট্রবিরোধী অপপ্রচারের পেছনে রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তোলেন যে যুক্তরাষ্ট্র মানবতা ও মানবাধিকারের পক্ষে কথা বলে, তারা কীভাবে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিতে পারে যারা নারী ও শিশুকে; এমনকি চার বছরের শিশুকেও রেহাই দেয়নি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি দণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার জন্য বারবার অনুরোধ করে।
আরও পড়ুন: আর সম্ভব নয়, রোহিঙ্গাদের ফিরে যেতে হবে: প্রধানমন্ত্রী
তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ একটি বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু তার সরকার সবধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে তা সম্পন্ন করে বিশ্ব অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
তিনি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে বলেন।
তিনি বলেন, এখন যে কেউ জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে তার পাসপোর্ট ব্যবহার করে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে।
শেখ হাসিনা বাংলাদেশ প্রবাসীদের বিএনপি-জামায়াত জোটের অগ্নিসংযোগসহ নানা অপকর্মের কথা তুলে ধরতে বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যদিও বিএনপির দেয়া অবরোধ (২০১৪ সালের নির্বাচনের পর) এখনও প্রত্যাহার হয়নি, তবুও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারে: ওয়াশিংটনে প্রধানমন্ত্রী
২ বছর আগে