কেশবপুর
যশোরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
যশোরের কেশবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া-চুকনগর ভায়া কলাগাছি সড়কের সুফলাকাটি ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নুরুন্নবী (৩২)। এ ঘটনায় বিজয় রায় (৩২) নামে অপর এক যুবক আহত হয়েছেন।
নুরুন্নবী যশোর সদর উপজেলার কুয়াদা কামালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং আহত বিজয় রায় একই গ্রামের কার্তিক রায়ের ছেলে। তারা দুজন বন্ধু ছিলেন।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত
আহত বিজয় রায় জানান, তার বন্ধু নুরুন্নবীকে নিয়ে বিজয় রায় কেশবপুরে বিভিন্ন পূজা মণ্ডপে পূজা দেখতে আসেন। সারাদিন পূজা মণ্ডপ ঘুরে রাতে মোটরসাইকেলে বাড়িতে ফেরার সময় নোয়াপাড়া-চুকনগর ভায়া কলাগাছি সড়কের সুফলাকাটি ব্রিজে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলে নুরুন্নবী নিহত হন।
স্থানীয়রা বিজয় রায়কে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বোচাগঞ্জে ট্রাকচাপায় খালা ও ভাগ্নের মৃত্যু
১ বছর আগে
কেশবপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু
যশোরের কেশবপুর উপজেলায় সাপের কামড়ে বাবলু সরদার (৩৪) নামের এক চপ বিক্রেতার মৃত্যু হয়েছে।
শনিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কোমরপোল ঋষিপাড়ার মাঠে কলার মোচা কাটতে গেলে তাকে সাপ কামড় দেয়।
নিহত বাবলু সরদার উপজেলার কোমরপোল গ্রামের মৃত শাহাদাৎ হোসেনের ছেলে। তিনি স্থানীয় বকুলতলা বাজারে কলার মোচার তৈরি চপ বিক্রি করতেন।
এলাকাবাসী জানায়, শনিবার দুপুরের দিকে উপজেলার কোমরপোল ঋষিপাড়ার মাঠের একটি ঘের পার থেকে বাবলু সরদার কলার মোচা কাটতে গিয়েছিলেন। এ সময় তার পায়ে বিষধর সাপ কামড় দিলে শরীরে যন্ত্রণা শুরু হয়। মাঠের পাশের রাস্তায় এসে স্থানীয়দের বিষয়টি বললে তারা তাকে বাড়ি নিয়ে আসেন। পরে পরিবারের লোকজন সাপের বিষ নামাতে তাকে ওঝার কাছে নিয়ে যান। ওঝা দীর্ঘ সময় ঝাঁড়ফুক দিয়ে বিষ নামাতে ব্যর্থ হয়ে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর সেখানে তার অবস্থার আরও অবনতি হলে খুলনা নেয়ার পথে তিনি মারা যান।
১ বছর আগে
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোরের কেশবপুরে লেগুন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কলাগাছি বাজারের পাশে আড়খালি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
নিহতরা হলেন- কেশবপুরের পাঁজিয়া গ্রামের দিপক মণ্ডলের ছেলে সাগর মণ্ডল (২৫) এবং পাঁজিয়া ইউনিয়নের সদাডাঙ্গা গ্রামের মৃত আকবর মোড়লের ছেলে রাজু আহমেদ (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় চুকনগর থেকে মোটরসাইকেলে দুই আরোহী কেশবপুরের কলাগাছি বাজারের দিকে আসছিল।
পথের মধ্যে আড়খালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনার ১৬ প্রধান কারণ চিহ্নিত করেছে এসসিআরএফ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
কেশবপুরে খড়ের সংকট চরমে, লোকসান এড়াতে কম দামে গরু বিক্রি
যশোরের কেশবপুরে গবাদি পশুর প্রধান খাদ্য খড়ের সংকট দেখা দিয়েছে। একই সাথে বেড়েছে গরুর অন্যান্য সুষম খাদ্যের দামও।
৪ বছর আগে
যশোরে কপোতাক্ষ নদের ওপর তৈরি বাঁশের সাঁকো এখন মরণফাঁদ!
যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের ওপর ১৯ বছর আগের তৈরি একটি বাঁশের সাঁকো এলাকাবাসীর কাছে এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
৪ বছর আগে