ছুুরিকাঘাত
কুষ্টিয়ায় ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী পলাতক
কুষ্টিয়ায় স্বামীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন।
শনিবার (২ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে শহরতলীর মিলপাড়া টেলিফোন অফিস (ছোট
ওয়ারলেস) গেট সংলগ্ন নিজ বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহত সাব্বিরের (৩৭) স্ত্রী রোজিনা খাতুন পালিয়ে গেছেন।
আরও পড়ুন: ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৪ নারী
সাব্বির (৩৭) একই এলাকার রমজান আলীর ছেলে। তার প্রথম পক্ষের স্ত্রীর সাথে বছর খানেক আগে ডিভোর্স হয়। তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে। দুই সন্তানকে নিয়ে তিনি ঢাকায় থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল একমাস আগে সাব্বির কুষ্টিয়া শহরতলীর উত্তর লাহিনী পাড়া এলাকার শামসুলের মেয়ে রোজিনা খাতুনের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক কলহের জের ধরে শনিবার গভীর রাতে স্ত্রী রজনী খাতুন ঘুমন্ত স্বামী সাব্বিরকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় সাব্বিরকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকাল ৭ টার দিকে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: রূপসায় ইটবাহী ট্রলির ধাক্কায় কলেজের অধ্যক্ষ নিহত
যশোর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
২ বছর আগে