প্রাণ গেলো
চাঁদপুরে বোনকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ভাইয়ের
চাঁদপুরের কচুয়ায় বোনকে আনতে গিয়ে সড়ক দুঘর্টনায় প্রাণ গেলো ভাইয়ের।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কচুয়া-গৌরীপুর সড়কের কলাকোপা এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়।
নিহত আমান উল্যাহ প্রধান (২২) উপজেলার বিতারা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত
বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহীম খলিল ও সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দিন।
নিহতের ভাই রবিউল ইসলাম জানান, বুধবার সকালে তার বোনকে আনতে মোটরসাইকেলে শাসনপাড়া যাচ্ছিল আমান উল্যাহ। এসময় ঘটনাস্থলে বেপরোয়া গতিতে আসা ট্রাকের ধাক্কায় সঙ্গে সঙ্গেই মারা যায় সে। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
ওসি ইব্রাহীম খলিল বলেন, যেহেতু কোনো মামলা হয়নি, তাই বিকালে লাশ স্বজনদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক
১ বছর আগে
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ট্রাক চালকের
চুয়াডাঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের গোকুলখালি নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক আওয়াল সরদার (৪০) রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামের গুইজ উদ্দিন সরদারের ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৩
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের টিম ট্রাকের মধ্যে আটকে থাকা চালকের লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, গোকুলখালি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাটবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আওয়াল সরদারের মৃত্যু হয়। লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাপানিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহাবুল আলম বলেন, লাশ ও ট্রাক আমাদের হেফাজতে রয়েছে। নিহতের স্বজন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
আরও পড়ুন: আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু
২ বছর আগে