বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত, আহত ১০
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন-জাহাঙ্গীর আলম পান্না (৪৩), আব্দুল আলম মৃধার ছেলে রফিকুল ইসলাম (৩০) ও নুর ইসলামের ছেলে চালক সেলিম (৩৫)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, নিহতরা সবাই নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম গ্রামের বাসিন্দা।
তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে জেলার কামারখন্দ উপজেলার ঝাওয়াইল ফ্লাইওভারে ঢাকাগামী মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তিশা পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এ সময় ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেয়ার পথে আরেও একজন মারা যান।
ওই মাইক্রোবাসে ১৩ জন যাত্রী ছিলেন, তারা সবাই নাটোরের বাসিন্দা।
ওসি বলেন, আহত যাত্রীরা বর্তমানে সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পড়ুন: সেপ্টেম্বরে ৪০৭ সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ট্রাক চালকের
২ বছর আগে