রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম
হজে ৬৫ বছরের বয়সসীমা নাও থাকতে পারে: প্রতিমন্ত্রী
আগামী বছর থেকে হজে ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাও থাকতে পারে এবং হজ পূর্ণ পরিসরে হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
মঙ্গলবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নবনির্বাচিত কমিটির নেতাদের সাক্ষাৎকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি সরকারের সঙ্গে আমাদের যতটুকু আনঅফিসিয়াল কথা হয়েছে। সে অনুযায়ী তাদের বিষয়ে যতটুকু জেনেছি এবার হয়তো পূর্ণ হজই হবে। গত বছর আমাদের যেটা হয়েছিল সেটা হয়তো নাও হতে পারে। এবার হয়তো রেশিও হিসাবে আমরা যতটুকু কোটা পাওয়ার ততটুকু পাবো ইনশাআল্লাহ।’
আরও পড়ুন: সৌদি আরবে আরও ৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
তিনি বলেন, ‘৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টিও এবার নাও থাকতে পারে। এ জিনিসটা আমরা এরই মধ্যে তাদের কাছে জানতে পেরেছি।’
আরআরএফের সভাপতি উবায়দুল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর নেতৃত্বে প্রতিনিধি দলে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রতিমন্ত্রী সঙ্গে দেখা করেন।
আরও পড়ুন: ৪১৯ যাত্রী নিয়ে সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট ছাড়লো
সৌদি আরবে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
২ বছর আগে