এক মুঠো চুল
ইরানে বিক্ষোভ: সমর্থন জানাতে চুল কাটলেন অস্কার বিজয়ীরা
অস্কার বিজয়ী অভিনেতা ম্যারিওন কোটিলার্ড ও জুলিয়েট বিনোচে, সেইসঙ্গে পর্দা ও সঙ্গীতের অন্যান্য ফরাসি তারকারা ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে নিজেদের চুল কেটেছেন। বুধবার পোস্ট করা ভিডিওতে এই চুল কাটার দৃশ্য দেখা যায়।
কাঁচি দিয়ে এক মুঠো চুল কেটে ফেলার সময় বিনোচে বললেন, ‘স্বাধীনতার জন্য।’
ভিডিওটি পোস্ট করার করার সময় #হেয়ারফরফ্রিডম জুড়ে দেয়া হয়। সরকারবিরোধী বিক্ষোভ সমর্থনে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইসলামিক রিপাবলিকের কঠোর পোশাক নীতি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের পর ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর কারণে সরকারবিরোধী এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
কোটিলার্ড, বিনোচে ও আরও কয়েক ডজন নারীর চুল কেটে ফেলার ভিডিও এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয়। অ্যাকাউন্টটির নাম ‘সাউটিয়েনফেমেসইরান’, যার অর্থ ইরানের নারীদের সমর্থন করুন।
আরও পড়ুন: ‘গ্যাংস্টা'স প্যারাডাইস’ র্যাপার কুলিও মারা গেছেন
এক ভিডিও পোস্টে লেখা হয়েছে, ‘এই নারীরা, এই পুরুষরা আমাদের সমর্থন চাইছেন। তাদের সাহস ও মর্যাদা আমাদের বাধ্য করে। চুল কেটে ফেলার মাধ্যমে আমাদের কাছে জানানো আবেদনে সাড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
অন্যান্য নারী যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন অভিনেতা শার্লট র্যাম্পলিং ও শার্লট গেইনসবার্গ। যাদেরকে তার মা গায়ক জেন বার্কিনের মাথা থেকেও এক মুঠো চুল কেটে ফেলার ভিডিও দেখা যায়।
আরও পড়ুন: শরৎ অফারে স্টার সিনেপ্লেক্সের সিনেমা দর্শকদের মালদ্বীপে ট্রিপ জেতার সুযোগ
হিজাব ইস্যু: ইরানিদের ইন্টারনেট ব্যবহার বাড়াতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ
২ বছর আগে