কণ্ঠ-সুর বৈচিত্র্য
আবারও আসিফ-লগ্নজিতার মেলবন্ধন
সংগীতশিল্পী আসিফ আলতাফ কণ্ঠ-সুরে বৈচিত্র্য আনতে প্রায়শই আশ্রয় নেন দুই বাংলার অসাধারণ সব শিল্পীর।
সেই ধারাবাহিকতায় এবারের দুর্গাপূজায় প্রকাশ পেয়েছে ‘প্রেমে পড়ি’ শিরোনামে নতুন এক গান। যেখানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কলকাতার এই সময়কার জনপ্রিয় কণ্ঠশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। দু’জনের এটা দ্বিতীয় গান।‘প্রেমে পড়ি’ প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘পূজা উপলক্ষে এই প্রথম কোনও গান করলাম। লগ্নজিতার সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। অত্যন্ত কো-অপারেটিভ আর অবশ্যই দারুণ গায়কী। আশাকরি গানটি শ্রোতারা পছন্দ করবেন।’
আরও পড়ুন: আরিয়ানকে সিনেমার প্রস্তাব দেন শাকিব খানএদিকে কলকাতা থেকে লগ্নজিতা বলেন, ‘আমি আর আসিফ আলতাফ মিলে আরও একটি গান করলাম। আমার খুব ভালো লেগেছে গানটা। আমার বিশ্বাস আপনাদেরও অনেক ভালো লাগবে।’সম্প্রতি ভারতের জনপ্রিয় গায়ক নচিকেতা ও আসিফ আলতাফের ‘কাঁটাতার’ শিরোনামের গানটি দুই বাংলায় দারুণ প্রশংসিত হয়।এর আগে আসিফ আলতাফের ‘জুতো’ গানটিও সর্বমহলে প্রশংসিত হয়। গত বছর লকডাউনে লগ্নজিতার সঙ্গে ‘দূরত্ব’ গানটি মহামারিতে বিষণ্ণ মানুষের প্রাণ ছুঁয়ে দেয়।
ন্যান্সির সঙ্গে আলতাফের গাওয়া ‘সুবহে সাদিক’ গানটিও শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়েছে।
আরও পড়ুন: আমি শান্ত ও ভদ্র একটা মেয়ে: পূজা
ইরানে বিক্ষোভ: সমর্থন জানাতে চুল কাটলেন অস্কার বিজয়ীরা
২ বছর আগে