উল্টে
যশোরে বাস উল্টে নিহত ২, আহত ৪
যশোরে সেন্টমার্টিন পরিবহণের একটি বাস উল্টে দুইজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।
সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের যশোর সদর উপজেলার তারাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে কর্মজীবী-শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত
নিহতদের একজন বাসযাত্রী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আছান আলীর ছেলে হাশেম আলী।
অন্যজন বাসটির সুপারভাইজার। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
আহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সাতক্ষীরার দেবভাটার নোয়ারচর গ্রামের মৃত জগদীশ মন্ডলের ছেলে শ্রী প্রদীপ কুমার, কালিগঞ্জ উপজেলার কাজলা গ্রামের নজরুল ইসলামের ছেলে ওমর ফারুক।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় জেলাগুলোতে নিহত ৭
কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা, পিকআপ চালক নিহত
৫ মাস আগে
হবিগঞ্জে বাস উল্টে নিহত ৪
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস উল্টে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রত্যক্ষদর্শীরা জানায়, চলতে থাকা বাসটি হঠাৎ করে সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। আহত হয় অন্তত ৩০ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
বাহুবল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চার যাত্রী মারা যায়। আহতদের বিভিন্ন হাসাপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত, আহত ১
১ বছর আগে
শরীয়তপুরে প্রাইভেট কার উল্টে নিহত ১
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সড়কে গাড়ি উল্টে খাদে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার রাত তিনটার দিকে উপজেলার মাঝেরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাউছার মাঝি (২৮) উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চরভয়রা গ্রামের বাসিন্দা এবং উপজেলার চর ভয়রা এলাকার বারেক মাঝির ছেলে।
আরও পড়ুন: খুলনায় ড্রেন থেকে যুবকের লাশ উদ্ধার
ডামুড্যা থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চরভয়রা গ্রামের বারেক মাঝির বড় ছেলে আল আমিন মাঝি (৪০) সোমবার রাতে সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
তাকে নিয়ে সেখানে থেকে গ্রামের উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা।
এ জন্য রাত ১১টার দিকে একটি প্রাইভেট কার ভাড়া করেন তারা। রাতে কুয়াশা থাকায় গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল চালকের।
রাত তিনটার দিকে শরীয়তপুর-ডামুড্যা সড়কের ডামুড্যা উপজেলার মাঝেরটেক এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা পাঁচ যাত্রী খাদের পানিতে তলিয়ে গাড়ির ভেতর আটকে পড়েন।
সড়কের টহল পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কাউছার মাঝির মৃত্যু হয়।
আর গুরুতর আহত অবস্থায় তার ভাতিজি মুন্নি আক্তারকে (১৫) ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় আকাশ আহমেদ বলেন, হঠাৎ করেই অনেক চিৎকার শুনে আমরা ঘর থেকে বের হই। পরে রাস্তার পাশে পুকুরের মধ্যে একটি প্রাইভেট কার পড়ে থাকতে দেখি। আমরা দ্রুত নেমে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
ডামুড্যা থানার উপপরিদর্শক (এসআই) সফি উল্লাহ বলেন, আমরা রাতে টহলে ছিলাম। হঠাৎ করেই ডাক চিৎকার শুনতে পেয়ে আমরা ছুটে আসি। স্থানীয়দের সহায়তায় আমরা সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
পথে কাউছার নামের একজনের মৃত্যু হয়।
ডামুড্যা ফায়ার সার্ভিস -এর ফায়ার ফাইটার হাসেম সিকদার বলেন, আমরা রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই।
সেখানে আমরা যাওয়ার আগেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।
পরে আমরা নেমে গাড়িটি সার্চ করি।
আরও পড়ুন: বগুড়ায় আজিজুল হক কলেজ মাঠে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার
১ বছর আগে
মাদারীপুরে মাহিন্দ্রা উল্টে নিহত ৩
মাদারীপুরে জমি হালচাষ করার মাহিন্দ্রা উল্টে দুই ভাগ্নেসহ মামার মৃত্যু হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝাউদি এলাকায় এ ঘটনা ঘটে
মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. শিহাব চৌধুরী নিহতের ঘটনা নিশ্চিত করেন।
নিহতরা হলেন- ঝাউদি ইউনিয়নের দক্ষিণ মাদ্রা এলাকার জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম(২২) এবং একই এলাকার কালু হাওলাদারের ছেলে জোবায়ের হাওলাদার(১০) ও জিহাদ হাওলাদার(৭)।
আরও পড়ুন: রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে নিহত ২
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে মামা জহিরুলের সঙ্গে মাহিদ্রায় চেপে জমি হালচাষ করতে দক্ষিণ মাদ্রা এলাকার জমিতে যায় জোবায়ের ও জিহাদ। হালচাষ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে উঁচু রাস্তায় উঠতে গিয়ে মাহিদ্রাটি উল্টে পাশের খালে পড়ে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি।নিহতদের উদ্ধার করে সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শার্শায় ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২
১ বছর আগে
বাঘাইছড়িতে অটোরিকশা উল্টে নিহত ১, আহত ২
রাঙ্গামাটির বাঘাইছড়িতে অটোরিকশা উল্টে এক ব্যক্তি নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় উপজেলার মধ্যম বাঘাইছড়ি রাবার বাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সান্দ্রা চাকমা (৪৫) বাঘাইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জীবতলী গ্রামের জামিনি কুমার চাকমার ছেলে।
আহতরা হলেন- জ্ঞান বীর চাকমা (৪৬) ও জ্ঞান রতন চাকমা (৪৭)।
এ ব্যাপারে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা শুনেছি অটোরিকশা সাইড দিতে গিয়ে উল্টে একজন যাত্রীর মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে এখনো কেও অভিযোগ দেয়নি,অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৪, আহত ১৫
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত, আহত ১০
সেপ্টেম্বরে ৪০৭ সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
২ বছর আগে