অমান্য করে
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪ জেলেকে কারাদণ্ড
বরিশালের হিজলা উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে শুক্রবার চার জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া চারজনের সঙ্গে আটক দুই অপ্রাপ্ত বয়স্ককে মুচলেকা নিয়ে অভিভাবকের কাছে ছেড়ে দেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল মল্লিক (৩০), নাজমুল সিকদার (২৫), নুরুল ইসলাম তালুকদার (২৭) ও কাওসার মোল্লা (২৫) উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: শুক্রবার থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
হিজলা নৌ পুলিশ ইউনিট ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে বলেন, মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ড সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে মেঘনা নদীর একটি শাখা থেকে নিষেধাজ্ঞার সময় ইলিশ মাছ ধরার জন্য ছয়জনকে আটক করা হয়।
এছাড়া অভিযানে ৫ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চার জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
উল্লেখ্য, সরকার ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহনে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে, যা ২৮ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।
আরও পড়ুন: শেষ মুহুর্তে বাজারে ইলিশ কেনাবেচার ধুম
৭ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ বন্ধ
২ বছর আগে