আগুনে
চট্টগ্রামে ফোম কারখানায় আগুনে ৬০ লাখ টাকার ক্ষতি
চট্টগ্রামের কর্ণফুলীতে ফোম তৈরির একটি কারখানা আগুনে পুড়ে গেছে।
শনিবার (১৮ ফেব্রয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরপাথরঘাটার নুরানী ফোম কারখানায় আগুন লাগে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন কারখানার মালিক।
বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস ও সিভিল এভিয়েশন স্টেশন অফিসার শোয়াইব হোসেন।
কারখানার ম্যানেজার মো. হুমায়ুন কবির বলেন, আগুন লাগার খবর পেয়ে দৌঁড়ে এসে ফোম তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলো সরিয়ে ফেলি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ২
চরপাথরঘাটার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দীন বলেন, আশেপাশে অনেক বাড়িঘর ছিল। ঘনবসতিপূর্ণ এলাকা। সময় মতো ফায়ার সার্ভিস আসায় অনেকটা রক্ষা পেয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে।
শোয়াইব হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে আসি। কিন্তু রাস্তা সরু হওয়ায় পানির রিজার্ভ ট্যাংক প্রবেশ করাতে পারিনি। পরে পাশের পুকুরের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনা কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।
তবে কারখানার মালিক মো. জাহাঙ্গীর মিয়া দাবি করেন আগুনে তার ৬০ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: ভবিষ্যৎ বাংলাদেশের সিলিকন সিটি হচ্ছে চট্টগ্রাম: পলক
১০ মাস আগে
সিলেটে আগুনে পুড়ে ৫টি পরিবার নিঃস্ব
সিলেট,৮ অক্টোবর (ইউএনবি)- সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি কলোনি। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময়ে আগুনে পুড়ে ৫টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে।
শুক্রবার রাত ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ইউনিট লিডার শহীদুল ইসলাম।
শহীদুল ইসলাম জানান, পাঠানটুলা এলাকার রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ গেট সংলগ্ন ফারুক মিয়ার কলোনিতে শুক্রবার সন্ধ্যায় আগুন লাগে। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কলোনি থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি ভবনে। এই ভবনে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মেস করে থাকতেন। আগুনে কলোনি ও মেস পুড়ে যায়।
খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ইউনিট লিডার শহীদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে টিনশেডের কলোনিটি সম্পূর্ণ পুড়ে যায়।
কলোনিতে পাঁচটি পরিবার ছিল। পাশপাশি পার্শ্ববর্তী একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন: ভারতের নাসিকে বাসে আগুন লেগে ১১ জনের মৃত্যু
বনানীর স্টার কাবাবের আগুন নিয়ন্ত্রণে
খুলনায় মার্কেটে আগুন, ১৬টি দোকান পুড়ে গেছে
২ বছর আগে