গোলাপী হীরা
হংকংয়ে রেকর্ড ৪৯.৯ মিলিয়ন ডলারে গোলাপী হীরা বিক্রি
হংকংয়ে নিলামে একটি গোলাপী হীরা ৪৯ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। শুক্রবার বিক্রি হওয়া হীরার প্রতি ক্যারেটের সর্বোচ্চ দামের জন্য বিশ্ব রেকর্ড গড়েছে।
নিলামকারী প্রতিষ্ঠান সোথেবির হংকং ১১ দশমিক ১৫-ক্যারেটের উইলিয়ামসন পিঙ্ক স্টার নামের হীরাটিকে নিলামে তোলে। যা ৩৯২ মিলিয়ন হংকং ডলারে (৪৯ দশমিক ৯ মিলিয়ন ডলারে) বিক্রি হয়েছে।
দুটি কিংবদন্তি গোলাপী হীরা থেকে এর নাম উইলিয়ামসন পিঙ্ক স্টার রাখা হয়েছে। প্রথমটি হল ২৩ দশমিক ৬০-ক্যারেট উইলিয়ামসন হীরা যা ১৯৪৭ সালে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথকে বিয়ের উপহার হিসেবে উপহার দেয়া হয়েছিল এবং দ্বিতীয়টি ৫০ দশমিক ৬০-ক্যারেটের পিঙ্ক স্টার হীরা, যা ২০১৭ সালে নিলামে রেকর্ড ৭১ দশমিক ২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।
উইলিয়ামসন পিঙ্ক স্টার নিলামে উপস্থিত হওয়া দ্বিতীয় বৃহত্তম গোলাপী হীরা। রঙিন হীরাগুলোর মধ্যে গোলাপী হীরা সবচেয়ে বিরল ও মূল্যবান।
ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস কোরমিন্ড (৭৭) জানান, এটি একটি অভূতপূর্ব ফলাফল, দুর্বল অর্থনীতির মধ্যেও শীর্ষ হীরার এত বেশি দামে বিক্রি হওয়াটা এর দুস্প্রাপ্যতা প্রমাণ করে।’
তিনি আরও জানান,‘বিশ্বের কিছু উচ্চ মানের হীরার দাম গত ১০ বছরে দ্বিগুণ হয়েছে।’
২ বছর আগে