শেষে
কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক আব্বাস
ভারতীয় নাগরিক আব্বাস মণ্ডল দীর্ঘদিন বাংলাদেশে কারাভোগ শেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরে যান। কাগজপত্রে জটিলতার থাকায় গত অক্টোবর মাসে দেশে ফিরতে পারেননি তিনি। তবে শনিবার (১৯ নভেম্বর ) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের ৭৬ নং মেইন পিলারের কাছে শূন্য রেখায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ফেরত যাওয়া আব্বাস মণ্ডল (৩৫)ভারতের নদীয়া জেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মান্দার মণ্ডলের ছেলে । তবে আব্বাস মানসিকভাবে পরিপূর্ণ সুস্থ না। মাঝেমধ্যে তিনি এলোমেলো কথাবার্তা বলতেন।
আরও পড়ুন: ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৫ বাংলাদেশি
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আবু নাঈম বলেন, আব্বাস মণ্ডল অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রেবেশ করেন ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি। চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে। পরে এ ঘটনায় একই দিন দামুড়হুদায় থানায় বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশে একটি মামলা হয়। এ মামলায় আমলী ১ম আদালত তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
সাজাভোগ শেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আব্বাস মণ্ডলকে প্রায় সাড়ে চার বছরের বেশি সময় পর দেশে ফেরত পাঠানো হলো। শনিবার দুপুরে দর্শনা সীমান্তের ৭৬নং মেইন পিলারের পাশে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর কার্যক্রম সম্পর্ণ হয়।
আব্বাস মণ্ডলের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার ভাতিজা আদম মণ্ডল। তিনি তার চাচাকে গ্রহণ করে বাড়ি নিয়ে যান।
ভারতীয় নাগরিক হস্তান্তর প্রক্রিয়ার সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই আবু নাঈম, দর্শনা থানার এসআই ফজলুর রহমান, দর্শনা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জহির উদ্দিন বাবু ও এনজিও কর্মী ইউনুচ আলি।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন-গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র পাল, গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার অশক কুমার, কৃঞ্চগঞ্জ থানার ইনচার্জ বাবিন মুখার্জি ও এনজিও কর্মী চিত্ত রঞ্জন।
আরও পড়ুন: আইটেক অ্যালামনাইগণ ভারত- বাংলাদেশের বন্ধুত্বের প্রদর্শন: হাইকমিশনার
কুড়িগ্রামের বালিয়ামারীতে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট চালু ডিসেম্বরে
২ বছর আগে
বছর শেষে আসছে 'রক ফেস্ট ৩.০' ও 'ফুয়াদ লাইভ'
প্রতিবছরের মতো এবারও শীতের আমেজ জমাতে বর্ষসেরা দুই মেগা শো- রক ফেস্ট ৩.০ ও ফুয়াদ লাইভ আসছে। দীর্ঘ বিরতির পর বিশাল এক চমক নিয়ে আসছে ফুয়াদ লাইভ।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর এক্সপো জোনে কনর্সাটটি অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এই আয়োজনে পারফর্ম করতে যাচ্ছে ‘স্টোইক ব্লিস’। ঢাকা রক ফেস্টের এই তৃতীয় আসরে সবমিলিয়ে ৩০টি ব্যান্ড পারফর্ম করবে।
ডিসেম্বরে স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে একই সঙ্গে শুরু হতে যাচ্ছে ফুয়াদ লাইভ ও ঢাকা রক ফেস্ট ৩.০।
আরও পড়ুন: দর্শকদের মালদ্বীপ ও কক্সবাজার যাওয়ার বিমান টিকেট দিচ্ছে স্টার সিনেপ্লেক্স!
আয়োজন সম্পর্কে স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, ‘দেশের জনপ্রিয় ও ব্যান্ড সংগীতের অন্যতম ধারা রক মিউজিক। বিশেষ করে বাংলাদেশের তরুণদের কাছে এই ধারা ভীষণ জনপ্রিয় তাই আমাদের আয়োজন সবসময় রক মিউজিককেন্দ্রিক।’
তিনি আরও বলেন, ‘পর পর দু’বার আমরা এই আয়োজন করেছি এবং আশানুরূপ সফলতাও পেয়েছি, তাছাড়া ভক্তদের উৎসাহ আর উল্লাস আমাদেরকে ব্যাপকভাবে আপ্লুত করে। তাই এবার আমরা ঢাকা রক ফেস্টের তৃতীয় আসর নিয়ে আসছি দুই দিনব্যাপী কনসার্ট। পাশাপাশি ফুয়াদ লাইভও কনসার্টে আসছে। এটা হবে ভক্তদের জন্য এক অন্য রকম সারপ্রাইজ।’
আরও পড়ুন: মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না: মিম
প্রতিষ্ঠার ১০ বছর পর অ্যালবাম নিয়ে এলো ‘ব্যান্ড স্টোন’
২ বছর আগে
পূজার ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম শুরু
দুর্গাপুজার ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে আবারও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকআবদুর রশিদ জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও সরকারি সাপ্তাহিক ছুটি মিলে গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৭অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা ৮ দিন এই বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যকার্যক্রম বন্ধ ছিলো। ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে যথারিতিআমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ভারত থেকে পণ্য নিয়ে ট্রাক বন্দরে প্রবেশ করছে।
আরও পড়ুন: ফরিদপুর পূজা মণ্ডপের বরাদ্দকৃত ২০০ বস্তা চাল জব্দ, আটক ১
বিজয়া দশমী: দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল দুর্গাপূজা
কলকাতার কারিগরদের রঙ, ছাঁচে দুর্গাপূজার প্রতিমা
২ বছর আগে