টেবিল
অপারেশন টেবিলে শিশুকে মারধর, তদন্ত কমিটি গঠন
বরিশালে ক্ষতস্থান সেলাই করার সময় ব্যথা পেয়ে নড়াচড়া ও কান্নাকাটি করায় অপারেশন টেবিলে শিশুকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে।
শুক্রবার বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মারধরকারী সিনিয়র স্টাফ নার্সের নাম সুমন।
মারধরের শিকার শিশুর স্বজনরা শনিবার (৮ অক্টোবর) থানায় সাধারণ ডায়েরি করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।
আরও পড়ুন: গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু, ভারতের তৈরি সিরাপ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ সরকার তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছেন।
তিনি বলেন, লিখিত বা মৌখিক কোন অভিযোগ এখনও পাইনি। তবে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেনেছি এমন একটি অভিযোগ। এজন্য তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে ওই নার্সের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা শিশুটির মামী সাবেরা খাতুন বলেন, লামিয়া এতিম। ও আমার বাসায় থাকে। শুক্রবার দুপুরে বাড়িতে বসে টিনে ওর হাত কেটে যায়।
২ বছর আগে