প্রকৃতিবান্ধব
মধ্যটিলা ইকোপার্ককে সেরা দর্শনীয় স্থান করতে প্রকৃতিবান্ধব সমীক্ষার নির্দেশনা
প্রাণ-প্রকৃতি, জীববৈচিত্র্যের সমাহার, সবুজ-শ্যামলিমা আর ছোট ছোট পাহাড়ে ঘেরা অপরূপ প্রকৃতির আধার মধুটিলা ইকোপার্ক। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত ঘেঁষা মধুটিলা ইকোপার্ককে জেলার সেরা দর্শনীয় স্থান হিসেবে তৈরি করতে উদ্যোগ নিয়েছে বনবিভাগ। প্রকৃতিবান্ধব সমীক্ষা করতে নির্দেশনা দেয়া হয়েছে।
ইতোমধ্যেই প্রকৃতিবান্ধব সমীক্ষা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী।
আরও পড়ুন: হংকংয়ে রেকর্ড ৪৯.৯ মিলিয়ন ডলারে গোলাপী হীরা বিক্রি
৮ অক্টোবর শনিবার দুপুরে মধুটিলা ইকোপার্কে সামাজিক বনায়নের ১৪৫ জন উপকারভোগীর মাঝে তিন কোটি ২০ লাখ ৪৬ হাজার হাজার ৬৯৮ টাকা চেক বিতরণকালে প্রধান অতিথি বক্তব্য দেয়ার সময় তিনি এ উদ্যোগের কথা জানান।
প্রধান বন সংরক্ষক বলেছেন, ইকোপার্ক বা জাতীয় উদ্যান তৈরির জন্য আদর্শ জায়গা মধুটিলা ইকোপার্ক। প্রাকৃতিক বনাঞ্চলের মতো একটি বন এখানে আছে। এখন আমাদের প্রয়োজন পর্যটকদের জন্য কিছু সুযোগ-সুবিধা তৈরি করে দেয়া। সেজন্য ইতোমধ্যেই আমাদের বিভাগীয় বন কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষককে বলেছি, এখানে একটি সমীক্ষা তৈরি করার জন্য।
২ বছর আগে