জেলিযুক্ত
চাঁদপুরে জেলিযুক্ত ৯ মণ চিংড়ি জব্দ
চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকা থেকে ৩ হাজার ৩৬০ কেজি (৯ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালনায় এসব চিংড়ি জব্দ করা হয়।
পরে এসব চিংড়ি মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, শহরের ওয়ারলেস বাজারে যৌথ অভিযান চালিয়ে ৩ হাজার ৩৬০ কেজি (৯ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি। পরে এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১১টি স্বর্ণের বার জব্দ, নারী আটক
চট্টগ্রাম বিমানবন্দরে ২.২২৮ কেজি স্বর্ণ জব্দ, ২ যাত্রী আটক
৮ মাস আগে
চাঁদপুরে ৪৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ
চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৫০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।
রবিবার (২৭ আগস্ট) বিকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: চাঁদপুরে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ
এর আগে গোপনে খবর পেয়ে, শনিবার (২৬ আগস্ট) দিনগত গভীররাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্য ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ হরিণা ফেরিঘাটে যৌথ অভিযান পরিচালনা করে এসব চিংড়ি জব্দ করেন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন, চাঁদপুর কর্তৃক জেলার হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সাতক্ষীরা থেকে চট্রগ্রামগামী দুইটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ৪ হাজার ৫০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এগুলো এভাবে গোপনে পাচার হচ্ছিল।
এ সময় জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে উপস্থিতি ছিলেন চাঁদপুর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি কোস্টগার্ড অফিস চত্বরের মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
আরও পড়ুন: কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ
চাঁদপুরে ১ হাজার কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ
১ বছর আগে
চাঁদপুরে ২০ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ
চাঁদপুরের হরিনা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ মণ (৮০০ কেজি) জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গনমাধ্যমকে এ তথ্য জানান।
আরও পড়ুন:খুলনায় জেল ইনজেক্টেড চিংড়ি জব্দ, আটক ১৮
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৪টার দিকে কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজীমুল ইসলাম এর নেতৃত্বে চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চট্রগ্রামগামী দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ মণ (৮০০ কেজি) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।
তিন আরও জানান, এ সময় বাসে জেলিযুক্ত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিল হাসান এর উপস্থিতিতে শহরতলীর ইচোলীতে কোস্টগার্ড স্টেশন এলাকায় জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
আরও পড়ুন: বন্যা: নেত্রকোণায় মাছ চাষিদের সাড়ে ১১ কোটি টাকার ক্ষতি
২ বছর আগে