ভিসা মওকুফে
কর্মকর্তা-কূটনীতিকদের ভিসা মওকুফে চুক্তি সই করল বাংলাদেশ ও কসোভো
বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে আরও ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনে সরকারি কর্মকর্তা এবং কূটনীতিকদের জন্য ভিসা মওকুফের একটি চুক্তি সই করেছে বাংলাদেশ এবং কসোভো।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং কসোভোর সফররত পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী এবং প্রবাসী ক্রেশনিক আহমেতি দুই দেশের মধ্যে প্রথমবারের মতো পররাষ্ট্র দপ্তরের পরামর্শে নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে এই চুক্তি সই হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনার সময় উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছে।
আরও পড়ুন: প্রতিবন্ধীদের বই পড়ার অধিকার নিশ্চিতে মারাকেশ চুক্তিতে স্বাক্ষর করল বাংলাদেশ
বৈঠকে সফররত উপ-পররাষ্ট্রমন্ত্রী কসোভোতে জাতিসংঘ মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেন।
এতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বেশ কিছু সম্ভাব্য চুক্তি বা সমঝোতা স্মারক নিয়েও আলোচনা হয়েছে।
বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং অন্যান্য সুযোগের বিকল্পগুলো খুঁজতে চার দিনের সরকারি সফরে সোমবার ঢাকায় পৌঁছেছেন ক্রেশনিক আহমেতি।
সোমবার, আহমেতি এফবিসিসিআই এবং ডিসিসিআই প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং বাণিজ্য অংশীদারিত্ব বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
কসোভোর সঙ্গে ২০১৮ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ। এরপর ২০২০ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য মাত্র শূন্য দশমিক ৩১ মিলিয়ন ডলারে দাঁড়ায়। যা ২০২১ সালে তা বেড়ে এক দশমিক ৪১ মিলিয়ন ডলারে উন্নীত হয়।
ব্যবসায়ী নেতারা বলছেন, বাংলাদেশি আইটি পেশাদার, প্রকৌশলী এবং দক্ষ জনশক্তির জন্য একটি ভাল গন্তব্য হতে পারে কসোভো। বাংলাদেশ থেকে পোশাক এবং ওষুধ পণ্য আমদানি করতে পারে দেশটি।
আরও পড়ুন: বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-কম্বোডিয়া এফটিএ চুক্তিতে সম্মত
রাইডারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিখো’র সঙ্গে ফুডপ্যান্ডার চুক্তি
২ বছর আগে