বাস-সিএনজি
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের গৌরীপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের রামগোপালপুর গাংচিল রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ পৌর সদরের চরহোসেনপুর গ্রামের আব্দুল বাতেন (৮০) এবং হালুয়াঘাট উপজেলার মনকান্দা গ্রামের আশরাফুন্নাহার (৬০)।
আরও পড়ুন: পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, উপজেলার রামগোপালপুরের গাংচিল রেস্টুরেন্টে সামনে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন আহত হয়।
তিনি আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুইজনের মৃত্যু হয়।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করে থানা নিয়ে আসা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত ১০, আটক ১৪
১ বছর আগে
পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
কক্সবাজারের পেকুয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের হরলিয়া বাজার এলাকার মৃত গোলাম নবীর ছেলে সিহাব উদ্দীন ও একই জেলার আনোয়ারা উপজেলার হাবিবুর রহমানের ছেলে নুরুল আমিন।
আহতরা হলেন- পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের এবং আহত নারী যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসের ধাক্কায় মসজিদের ইমাম নিহত
বিষয়টি নিশ্চিত করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য।
তিনি জানান, অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিহত দুই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: কুড়িগ্রামে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ৫
১ বছর আগে
চট্টগ্রামে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রায়খালী আরাকান সড়কে এ ঘটনা ঘটে।
আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। তবে তাৎক্ষণিকভাবে আহত, নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাস ও সিএনজি অটোরিকশার দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন নিহত হয়েছে। অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যদিকে আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত ও নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন। পুলিশ গাড়ি দুইটি জব্দ করেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
১ বছর আগে
চাঁদপুরে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৩
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুর সদরে বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং এ সময় একজন আহত হন। চারজনই অটোরিকশার যাত্রী ছিলেন।
বুধবার ভোরে উপজেলার ঘোষের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার উপাধী দক্ষিণ ইউনিয়নের হাবিবুর রহমান (২৫), চাঁদপুর শহরের ওয়াপদা গেট এলাকার মাছ ব্যবসায়ী নেছার আহমদ হওলাদার (২৫) ও সদরের বিষ্ণুপুর গ্রামের মাহাবুব প্রধানীয়া (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি ঘটনাস্থলে দাঁড়ানো থাকা একটি ট্রাকের পাশ দিয়ে যাবার সময় বিপরীত থেকে আসা বোগদাদ কোম্পানির বাসটি আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো ৯টার দিকে থানায় আনা হয় এবং সিএনজি ও বাস জব্দ করা হয়।
তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থার পর লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় আহত একজনকে সরকারি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
আরও পড়ুন: চট্টগ্রামের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
১ বছর আগে
কুমিল্লায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫
কুমিল্লায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বুড়িচংয়ের ফরিজপুর এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মতলবে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪
নিহত হাফেজ আবু নাঈম পার্শ্ববর্তী সোন্দ্রম গ্রামের বাসিন্দা।
জানা যায়, মহাসড়কের ফরিজপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে জনতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাশ্ববর্তী সোন্দ্রম গ্রামের হাফেজ আবু নাঈম নামে একজন নিহত হয়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বনাথে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত
আড়াইহাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
২ বছর আগে
বিশ্বনাথে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত
সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪ জন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পশ্চিম চান্দশীরকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম আহমেদ (১৮) বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের পিয়ার আলীর ছেলে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ১০
জানা গেছে, পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় পথেই এক এইচএসসি পরীক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুরমুখী যাত্রীবাহী বাস ও বিশ্বনাথমুখী সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন। তাদের সবাইকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও সিএনজি হেফাজতে নেয় বিশ্বনাথ থানা পুলিশ।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ফাহিম নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বাস ও সিএনজি হেফাজতে নেয়া হয়েছে।
আরও পড়ুন: খিলগাঁওয়ে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ভোলায় স্কুল শিক্ষকসহ নিহত ২
২ বছর আগে
আড়াইহাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিজ রূপগঞ্জের নাইম মিয়ার ছেলে ও আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, নারায়ণগঞ্জ শহর থেকে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নরসিংদীর দিকে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় নরসিংদী থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত হন চারজন।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৪, আহত ১৫
২ বছর আগে