কনস্যুলার সেবা চালু
ঢাকায় কসোভোর কনস্যুলার সেবা চালু
কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কনস্যুলার সেবা চালু করেছে।
কসোভো প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও প্রবাসী উপমন্ত্রী ক্রেশনিক আহমেতি বাংলাদেশি নাগরিক মালিহা ইকবালকে দূতাবাস কর্তৃক ইস্যু করা প্রথম ভিসা মঞ্জুর করেন।
আরও পড়ুন: সৌদির ওয়াদি আদ দাওয়াসির শহরে বাংলাদেশিদের দূতাবাসের কনস্যুলার সেবা
বুধবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিক মালিহা ইকবালকে দূতাবাস কর্তৃক জারি করা প্রথম ভিসা ক্রেশনিক আহমেতি মঞ্জুর করেছেন।
৮৯৯ দিন আগে