সুরকার, শিল্পী কবির সুমন
জাতীয় জাদুঘরে কবির সুমনের কনসার্টের ডিএমপির অনুমতি মেলেনি
আন্তর্জাতিকভাবে প্রশংসিত পশ্চিমবঙ্গের গায়ক, গীতিকার এবং সুরকার কবির সুমনের শনিবার থেকে জাতীয় জাদুঘরে ঢাকার ভক্তদের উদ্যেশ্যে তিনটি কনসার্টে পারফর্ম করার কথা রয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলেছে যে জাতীয় জাদুঘর অতি গুরুত্বপূর্ণ স্থাপনা, তাই কবির সুমন কনসার্টের জন্য অনুমতি দেয়া হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম ইউএনবিকে বলেন, ‘জাদুঘরের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা কনসার্টের অনুমতি দিতে পারি না।
আরও পড়ুন: ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদযাপন’ তিন দিন ঢাকায় গাইবেন কবীর সুমন
ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি পিপহোলের আয়োজনে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, এনিয়ে বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছিল।
সংবাদ সম্মেলনে পিফোলের নির্বাহী ফুয়াদ বিন ওমর ও মীর আরিফ বিল্লাহ এই কনসার্টের আয়োজনের কথা জানান। তবে তারা ডিএমপি থেকে অনুমতি নিয়েছেন কিনা তা উল্লেখ করেননি।
আরও পড়ুন: ঢাকায় কোরিয়ান লাইভ মিউজিক কনসার্ট ১ অক্টোবর
১৫ এবং ২১ অক্টোবর কবির সুমন কনসার্টের টিকিট ৭২ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে এবং ১৮ অক্টোবরের টিকেটও শেষের পথে।
দেশ ও দেশের বাইরে সুমন ভক্তদের জন্য অনলাইনে অনুষ্ঠানটি উপভোগ করতে টিকিটের ব্যবস্থা রয়েছে বলে জানান তারা।
ইউএনবি থেকে কনসার্টের অনুমতির বিষয়ে জানতে ওমর ও বিল্লাহর সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হয়েছে, তবে তাদেরকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: ঢাকার দর্শকদের মুগ্ধ করেছে শিরোনামহীন!
কবির সুমনের জনপ্রিয় অ্যালবাম ‘তোমাকে চাই’ এর ৩০ বছর পূর্তি উপলক্ষে তিনব্যাপী এই কনসার্টের আয়োজন করা হয়েছিল।
২ বছর আগে