অস্ত্র কারখানার সন্ধান
যশোরে অস্ত্র কারখানার সন্ধান, আটক ৩
যশোর শহরের অম্বিকা বসুলেনের রাঙ্গমাটি গ্যারেজের পাশে দেশিয় অস্ত্রের কারাখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। পরে ঘটনাস্থলে থেকে অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ তিন জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-সদর উপজেলার আব্দুল কুদ্দুস (৪২), সুমন হোসেন (২০) ও আজিজুল ইসলাম (৪০)।
আরও পড়ুন: বাঁশখালীতে অস্ত্র কারখানার সন্ধান, আটক ১
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে ওই এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং কারখানায় অভিযান চালায় এবং সেখানে আগ্নেয়াস্ত্র তৈরির প্রমাণ পায়। অভিযানকালে তিন জনকে আটক করা হয়। কারখানা থেকে পাঁচটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে ।
আরও পড়ুন: কক্সবাজারে অবৈধ অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ১
ওসি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে তারা এসব আগ্নেয়াস্ত্র কোথায় বিক্রি করে। এ বিষয়ে তদন্ত চলছে।
১১৪৯ দিন আগে