বালুবাহী
বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল মাওয়া নামে এক শিশু মারা গেছে।
রবিবার ফেনী সদর উপজেলার কসকা এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে যুবকের মৃত্যু
জান্নাতুল সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের হাজারীবাড়ির সালিম উল্যাহ হাজারীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ফেনীর ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: কুমিল্লায় যুবলীগ সভাপতি হত্যা: ৯ জনের মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন
৬ মাস আগে
বগুড়ায় বালুবাহী ট্রাকচাপায় নিহত ১
বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকচাপায় এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়কের কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আলী সরকার (৭০) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চরডোমকান্দি গ্রামের বাসিন্দা ও কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাইকেল নিয়ে টেইলার্স থেকে কাপড় নেয়ার জন্য কুতুবপুর বাজারে যাচ্ছিলেন ওই শিক্ষক। পথিমধ্যে তালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এসময় সাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন।
সারিয়াকান্দি থানার কুতুবপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দুরুল হুদা জানান, লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে ট্রাকের ধাক্কায় নিহত ২,চালক আটক
সুনামগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১
নর্থ ক্যারোলিনায় গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক
২ বছর আগে