১০ হাজার
চাঁদপুরে ১০ হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে ছাদিকুর রহমান রনি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।
আরও পড়ুন: টেকনাফ সীমান্তে লক্ষাধিক ইয়াবা জব্দ, আটক ৩
আটক সাদিকুর রহমান রনির বাড়ি চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ী এলাকায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম জানান, বাবুরহাট এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। ভোরের দিকে রনিকে একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। তাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ ও শরীর তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার ব্যাগের ভেতর থেকে ছোট হলুদ রঙের ৫০টি প্যাকেটে মোট ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
তিনি বলেন, ১০ হাজার ইয়াবাসহ আটক রনির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন: টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ৩৪ হাজার ইয়াবা জব্দ
জকিগঞ্জে ৪০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ২
১ বছর আগে
১০ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করে পাঁচ শতাংশ জনবল কমাচ্ছে। ছাঁটাই হওয়ারা অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানে যোগদান করেছেন।
বুধবার (১৮ জানুয়ারি, ২০২৩) কোম্পানিটি একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে বলেছে, ‘খারাপ অর্থনৈতিক অবস্থা এবং গ্রাহকদের অগ্রাধিকার পরিবর্তন করার’ প্রতিক্রিয়ায় ছাঁটাই করা হয়েছিল।
ওয়াশিংটন-ভিত্তিক সফটওয়্যার জায়ান্ট রেডমন্ড বলেছে যে এটি তার হার্ডওয়্যার পোর্টফোলিওতে পরিবর্তন আনবে এবং এর চুক্তিভিত্তিক অফিসগুলোকে একত্রিত করবে।
মাইক্রোসফট কোভিড-১৯ মহামারির সময়ে নেয়া কর্মীর তুলনায় অনেক কম ছাঁটাই করেছে, কারণ এটি তার কর্মক্ষেত্রের সফটওয়্যার এবং ক্লাউড কম্পিউটিং পরিষেবাগুলোর চাহিদা বৃদ্ধিতে সাড়া দিয়েছে যাতে অনেক লোক বাড়ি থেকে কাজ করে এবং পড়াশোনা করে।
ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির ফিন্যান্স প্রফেসর জোশুয়া হোয়াইট বলেন, ‘এর একটা বড় অংশ হল নিয়োগের ক্ষেত্রে অত্যধিক উৎফুল্লতা।’
মহামারি শুরুর পর মাইক্রোসফটের কর্মশক্তি প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০২০ সালের জুনের শেষে এক লাখ ৬৩ হাজার কর্মী থেকে বৃদ্ধি পেয়ে ২০২২ সালের জুনে দুই লাখ ২১ হাজারে দাঁড়িয়েছে।
সিইও সত্য নাদেলা কর্মীদের উদ্দেশ্যে একটি ইমেলে বলেছেন, ছাঁটাইগুলো ‘আমাদের মোট মূল কর্মচারী পাঁচ শতাংশেরও কম প্রতিনিধিত্ব করে, আজ কিছু বিজ্ঞপ্তি এসেছে।’
নাদেলা বলেন, ‘যদিও আমরা কিছু ক্ষেত্রে ভূমিকা বাদ দিচ্ছি, আমরা মূল কৌশলগত এলাকায় নিয়োগ অব্যাহত রাখব।’
তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি ব্যবহার করে একটি ‘নতুন কম্পিউটার প্ল্যাটফর্ম’ নির্মাণের গুরুত্বের ওপর জোর দেন।
আরও পড়ুন: গুগল-মাইক্রোসফটের মুনাফায় মন্থর গতি
তিনি বলেছিলেন যে গ্রাহকরা মহামারি চলাকালীন ডিজিটাল প্রযুক্তিতে তাদের ব্যয়কে ত্বরান্বিত করেছিল তারা এখন ‘কম দিয়ে আরও বেশি করার জন্য তাদের ডিজিটাল ব্যয় অপ্টিমাইজ করার’ চেষ্টা করছে।
নাদেলা লিখেছেন, ‘আমরা প্রতিটি শিল্পে সংস্থাগুলোকেও দেখছি এবং ভূগোল সতর্কতা অবলম্বন করছি। কারণ বিশ্বের কিছু অংশ মন্দার মধ্যে রয়েছে এবং অন্যান্য অংশগুলো একটির প্রত্যাশা করছে।’
অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলোও অর্থনৈতিক মন্দার উদ্বেগের মধ্যে চাকরি থেকে কর্মীদের ছাঁটাই করছে।
মাইক্রোসফট জনবল ছাঁটাই এবং অফিস বন্ধ করে কোথায় কেন্দ্রীভূত হবে সে সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছে।
বুধবার সংস্থাটি ওয়াশিংটন রাজ্যের কর্মসংস্থান কর্মকর্তাদের কাছে নোটিশ পাঠিয়েছে যে এটি রেডমন্ড এবং নিকটবর্তী শহর বেলভিউ এবং ইসাকাহের অফিসে ৮৭৮ জন কর্মী ছাঁটাই করছে।
জুন পর্যন্ত কোম্পানিটির মার্কিন যুক্তরাষ্ট্রে এক লাখ ২২ হাজার এবং অন্যত্র ৯৯ হাজার কর্মী ছিল।
ভ্যান্ডারবিল্টের অধ্যাপক হোয়াইট বলেছেন যে সমস্ত শিল্প সম্ভাব্য মন্দার আগে খরচ কমাতে চাইছে। তবে প্রযুক্তি সংস্থাগুলো সুদের হারের দ্রুত বৃদ্ধির জন্য বিশেষভাবে সংবেদনশীল হতে পারে। যা এমন একটি হাতিয়ার যা সাম্প্রতিক মাসগুলোতে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে মোকাবিলায় ফেডারেল রিজার্ভ ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে।
তিনি বলেছেন, ‘এটি কারিগরি সংস্থাগুলোকে শিল্প বা ভোক্তা প্রধানদের তুলনায় একটু বেশি আঘাত করে। কারণ মাইক্রোসফটের মূল্যের একটি বিশাল অংশ নগদ প্রবাহসহ প্রকল্পগুলোতে রয়েছে যা কয়েক বছর ধরে পরিশোধ করবে না।’
সম্প্রতি মনোযোগ আকর্ষণ করা প্রকল্পগুলোর মধ্যে মাইক্রোসফট এর সান ফ্রান্সিসকো প্রতিষ্ঠাতা অংশীদার ওপেনএআই লেখার টুল চ্যাটজিপিটি এবং অন্যান্য এআই সিস্টেমের নির্মাতা যা পাঠযোগ্য লেখা, ছবি এবং কম্পিউটার কোড তৈরি করতে পারে।
মাইক্রোসফট এক্সবক্স গেম ব্যবসার মালিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে নিয়ন্ত্রক অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে। তার পরিকল্পিত ৬৮ দশমিক সাত বিলিয়ন মার্কিন ভিডিও গেম কোম্পানি অ্যাক্টিভিশন ব্লিজার্ডের নিয়ন্ত্রণ বিলম্বিত করেছে, যার এক বছর আগে প্রায় ৯ হাজার ৮০০ কর্মী ছিল।
আরও পড়ুন: মাইক্রোসফটের উদ্ভাবন কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রী পলকের
১ বছর আগে
কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ
১০ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা। শুক্রবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আনুমানিক রাত ২টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে ঢাকার পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী পাঁচটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ১০ হাজার কেজি (২৫০ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। জেলিযুক্ত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সেলিম রেজা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন,পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে নষ্ট করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে ১ হাজার কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ
চাঁদপুরে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ
২ বছর আগে