প্রতিপক্ষ হামলায়
শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু, আটক ৫
সাতক্ষীরার শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটছালা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মৃত আব্দুর রাজ্জাক গাজী (৬০) হাটছালা গ্রামের মৃত অমেদ আলীর ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে ফিলিং স্টেশনে আগুন: ঢামেকে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী মনোয়ারা খাতুন জানান, ১৬ বছর আগে জমি কিনে তার ভাসুর ওই জমিতে বসবাস করে আসছে। শনিবার সকালে নিজেদের জমিতে কাজ করছিলেন তার ভাসুর আব্দুর রাজ্জাক। এ সময় একই গ্রামের প্রতিপক্ষ অলিউল্লাহ তরফদারের ছেলে আজিজুল তরফতদার, ইয়াকুব আলী, অলিউল্লাহর স্ত্রী সাহিদা বেগম এবং এরশাদ গাজীর স্ত্রী নূরজাহান তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
একপর্যায়ে আজিজুল তরদফদার পিছন দিক থেকে তার ভাসুরকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে।
এরপর ঘটনাস্থলেই তার ভাসুর আব্দুর রাজ্জাক অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক গাজী ও অলিউল্লাহ তরফদারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে আব্দুর রাজ্জাক বিরোধপূর্ণ ওই জমিতে ঘর বানানোর চেষ্টা করেন। এ সময় অলিউল্লাহ তরফদার ও তার ছেলে আজিজুলের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন বাঁধা দেয়ার চেষ্টা করলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে মাথায় আঘাত পেয়ে মারা যান আব্দুর রাজ্জাক।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে আজিজুল তরফদার, ইয়াকুব আলী ও নূরজাহানসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তবে, এখনও কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।
তিনি আরও জানান, তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে আগুনে পুড়ে স্কুলছাত্রীর মৃত্যু, মা-ভাই দগ্ধ
দিনাজপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
২ বছর আগে