রক্তাক্ত লাশ
সিলেটে সড়কে মিলল অজ্ঞাতনামা যুবকের রক্তাক্ত লাশ
সিলেট মহানগরীর চামেলীবাগ এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
এদিকে পুলিশ ধারণা করছে, সড়কে গাড়িচাপায় তার মৃত্যু হয়েছে। এছাড়া শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এসএমপি’র শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, লাশের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দাফনের ১২ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি যাওয়া শিশুর লাশ মিলল বিলে
৫ মাস আগে
সিলেটে সড়কের পাশের খাল থেকে রক্তাক্ত লাশ উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সড়কের পাশের খাল থেকে বাবুল ইসলাম বাবলু নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে কাঠালবাড়ী রাস্তার থ্রি-স্টার মিলের পাশ থেকে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন : গাজীপুরে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার
নিহত বাবুল ইসলাম বাবলু উপজেলার উত্তর ইসলামপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।
বাবুলের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগা অবস্থায় পাওয়া যায়।
এছাড়া মোটরসাইকেলের সামনের ও পেছনের বেশ কিছু পার্টস ভাঙা এবং তার মাথায় জখম ও পা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
নিহতের পরিবারের দাবি, কেউ পরিকল্পিতভাবে বাবুলকে হত্যা করেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো বলা যাচ্ছে না দুর্ঘটনা নাকি হত্যা।
ওসি আরও বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদেন্তর জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : অপহরণের ৬ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫
সিলেটে বিয়ের ১৮ দিনে নারীর লাশ উদ্ধার
৭ মাস আগে
ঝালকাঠিতে খাল থেকে স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার
ঝালকাঠির রাজাপুরে খাল থেকে শাহরিয়া ইসলাম তাওহীদ নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজাপুর উপজেলায় দক্ষিণ রাজাপুর বলইবাড়ি এলাকায় তাফালবাড়ি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তাওহীদ (১১) রাজাপুর এলাকার মিলন হাওলাদারের ছেলে। সে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: সিলেটে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
নিহত শাহরিয়া ইসলাম তাওহীদ (১১) রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং রাজাপুর সরকারি কলেজ এলাকার ইজিবাইকের গ্যারেজ মালিক মিলন হাওলাদারের ছেলে।
নিহতের পিতা মিলন জানান, দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় তাওহীদ। পরে খোঁজাখুজির এক পর্যায়ে তাকে খাল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে শিশুর পিতা মিলন অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) ফিরোজ কামাল জানান, রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: খুলনায় নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার
নাটোরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
নেত্রকোণায় কলপাড় থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক
নেত্রকোণার পূর্বধলায় সমলা খাতুন (৩৭) নামে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ই অক্টোবর) ভোরে উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা দক্ষিণপাড়া গ্রামে নিজ বাড়ির কলপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।ঘটনার পর থেকে তার স্বামী সাদেক মিয়া পলাতক রয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ অক্টোবর তার ছেলে ইমরানকে সঙ্গে নিয়ে আনুমানিক রাত ১২টার দিকে ঢাকার শ্রীপুর সাপলাইট গ্রিন টেক্সটাইল থেকে দুই দিনের ছুটি নিয়ে সমলা বাড়ি আসেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
ভোরে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় ঘরের সামনের কলপাড় থেকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক সকাল সোয়া ৬টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকালেই সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটির থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় নেত্রকোণা সদর সার্কেল এ এস পি মোর্শেদা খাতুন পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এটি একটি রহস্যজনক মৃত্যু। রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলমান আছে।
আরও পড়ুন: কর্ণফুলীতে জাহাজডুবি: আরও ২ জনের লাশ উদ্ধার
কর্ণফুলীতে জাহাজডুবি: সীতাকুণ্ডে আরও একজনের লাশ উদ্ধার
২ বছর আগে