টি স্পোর্টস
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুর্বৃত্তদের হামলা; প্রায় ২৫টি গাড়ি ভাঙচুর
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুর ২টার দিকে একদল লোক হকিস্টিক নিয়ে জোর করে প্রধান ফটক খুলে অফিসে ঢুকে ভাঙচুর চালায় বলে ওই গ্রুপের একটি সংবাদমাধ্যমের সাংবাদিক জানান।
দুর্বৃত্তরা ক্যাপিটাল রেডিওর অফিসে ঢুকে ভাঙচুর চালায়। এসময় তারা টেবিল, কম্পিউটার ও এসি ভাঙচুর করে।
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ ২৪, নিউজ ২৪, টি স্পোর্টস ও ক্যাপিটাল রেডিওর অফিস রয়েছে।
এছাড়াও অফিস চত্বরে পার্ক করা ২০-২৫টি গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
হামলাকারীদের অধিকাংশই মাস্ক পরা থাকায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি বলে জানান ওই সাংবাদিক।
৪ মাস আগে
২০২২ টি-২০ বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
রবিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় অস্ট্রেলিয়ার জিলং শহরের সাইমন্ড্স মাঠে নামিবিয়া এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি দিয়ে শুরু হতে যাচ্ছে ২০২২ টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড। ১৬ দলের টুর্নামেন্টটিতে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মোট ৪৫টি ম্যাচ হবে। বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল মাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রত্যাশিত উৎসবটি। চলুন, জেনে নেয়া যাক, টি-২০ বিশ্বকাপ লাইভ দেখার জন্য কোথায় কোথায় চোখ রাখবেন।
২০২২ টি-২০ বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং চ্যানেল সমূহ
দেশীয় স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর মধ্যে জিটিভি (গাজী টিভি), টি স্পোর্টস (তিতাস স্পোর্ট্স) এবং বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) ন্যাশনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে খেলাগুলো। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের জনপ্রিয় স্পোর্ট্স চ্যানেল স্টার স্পোর্ট্স-এও থাকবে লাইভ খেলা দেখার সুযোগ।
ডিজিটাল মাধ্যমগুলোর মধ্যে র্যাবিটহোল, বায়োস্কোপ, মাইজিপি ও দারাজ অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করতে পারবেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।
পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ
আর ডিজনি প্লাস হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহারের সুযোগ তো থাকছেই। এছাড়াও আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) ও টি২০ ওয়ার্ল্ড কাপের নিজস্ব ফেসবুক ও ইন্স্টাগ্রাম পেজে খেলার ক্লিপ ও হাইলাইট্সগুলো নিয়মিত আপডেট হতে থাকবে।
এক নজরে টি-২০ বিশ্বকাপ ২০২২
প্রথম রাউন্ডে ৮টি দল নিজেদের মধ্যে মোট ১২টি ম্যাচ খেলবে। এখানে গ্রুপ-এ তে নেদারল্যান্ডস, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সাথে আছে ২০১৪-এর স্বল্পদৈর্ঘ্য বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা। আর দুইবার ২০ ওভারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজের সাথে গ্রুপ-বি-তে রয়েছে জিম্বাবুয়ের, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এখান থেকে ৪টি দল যোগ দেবে সুপার-১২-এর শীর্ষ ৮ দলের সাথে।
সুপার-১-এ ইতোমধ্যে নিজেদের জায়গা ঠিক করা দলগুলোর মধ্যে গ্রুপ ১-এ আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থাকছে ২য় গ্রুপে। সেখানে ৩০টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট যুদ্ধের পর শীর্ষ ৪টি দল চলে যাবে সেমিফাইনালে। অতঃপর এই ৪ দলের ২টি খেলায় বিজীত ২ দল চূড়ান্ত ভাবে যুদ্ধে নামবে এবারের বিশ্বকাপটি নিজেদের ঘরে তোলার জন্য।
পড়ুন: ২০২২ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপের সেরা ৬ ক্যাপ্টেন
২০২২ টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ সময়
১৬ অক্টোবর, ২০২২ রবিবার থেকে ২১ অক্টোবর, ২০২২ শুক্রবার পর্যন্ত টানা ৬ দিন ২টি করে খেলা হবে প্রথম রাউন্ডে। প্রতিদিনের খেলার সময়সূচী একই। প্রথমটির জন্য সকাল ১০টা আর ২য়টি হবে দুপুর ২টায়।
সুপার-১২ পর্বের ৩০টি খেলা চলবে টানা ১৬দিন, ২২ অক্টোবর, ২০২২ শনিবার থেকে ৬ নভেম্বর, ২০২২ রবিবার পর্যন্ত। এখানেও অধিকাংশ দিনে খেলার সময় সকাল ১০টা ও দুপুর ২টা। তবে প্রথম দিনের খেলা দুটোর একটি হবে দুপুর ১টায়, আরেকটি হবে বিকাল ৫টায়। ২৭ অক্টোবর, ২০২২ বৃহস্পতিবার এবং ৩০ অক্টোবর, ২০২২ রবিবারে হবে ৩টি করে ম্যাচ।
প্রথমটি সকাল ৯টায়, দ্বিতীয়টি দুপুর ১টায় এবং ৩য়টি বিকাল ৫টায়। সুপার-১২-এর শেষ দিনে তথা ৬ নভেম্বর, ২০২২-এর ৩টি খেলার প্রথমটি হবে ভোর ৬টায়, দ্বিতীয়টি ১০টায় আর শেষেরটি দুপুর ২টায়। ২৫ অক্টোবর, ২০২২ মঙ্গলবার শুধুমাত্র একটি খেলা অনুষ্ঠিত হবে বিকাল ৫টায়। ২৯ অক্টোবর, ৩১ অক্টোবর, ৩ নভেম্বর ও ৫ নভেম্বরেও খেলা হবে একটি করে, যেগুলোর প্রত্যেকটি সরাসরি সম্প্রচারিত হবে দুপুর ২টায়।
পড়ুন: ২০২২ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ আয়োজক ৭ শহর ভ্রমণ
৯ ও ১০ নভেম্বরের সেমিফাইনাল এবং ১৩ নভেম্বরের ফাইনাল খেলার সময়সূচী একই; দুপুর ২টা।
শেষাংশ
বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য অনলাইনে ২০২২ টি-২০ বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং দেখার পর্যাপ্ত সুবিধা আছে। বেশ কয়েক বছর ধরে ডিজিটাল মাধ্যমগুলো স্পোর্ট্স কেন্দ্রিক কন্টেন্টের প্রতি আলাদা করে বিশেষ মনোযোগ দিচ্ছে। খেলা সম্প্রচারের স্বত্ত্ব এবং আভ্যন্তরীণ ব্যবসায়িক জটিলতাগুলো দূর হলে এই পরিষেবাগুলো আরো নির্ভরযোগ্য হয়ে উঠবে।
২ বছর আগে