বিআরটি প্রকল্প
বিআরটি প্রকল্পের কাজ ২০২৪ সালের মধ্যে শেষ করার নির্দেশনা উপদেষ্টার
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণকাজ ২০২৪ সালের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ের সঙ্গে বিআরটি প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন শেষে গাজীপুরের বিআরটি বাস ডিপোর কার্যালয়ে মত বিনিময় সভায় নির্দেশনা দেন তিনি।
আরও পড়ুন: আইনশৃঙ্খলার অবনতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রাঙ্গামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, জনগণকে সঠিকভাবে কাঙ্ক্ষিত সেবা দিতে হলে আমাদের কাজে সৃজনশীলতা, দক্ষতা ও গতিশীলতা আনতে হবে। প্রজেক্ট সুষ্ঠুভাবে পরিকল্পনা ও পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে।
জনগণের অর্থ যাতে জনগণের সেবায় সঠিকভাবে নিয়োজিত হয় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, আন্দোলনে বিআরটি প্রজেক্টের ক্ষতিগ্রস্ত সম্পত্তিগুলোর মেরামত ও সংস্কারের দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিআরটি প্রজেক্টের নিরাপত্তার বাড়াতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
আরও পড়ুন: আমরা প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই: আইন উপদেষ্টা
নদী রক্ষায় কঠোর আইন প্রয়োগ করা হবে: পরিবেশ উপদেষ্টা
৩ মাস আগে
বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গাজীপুর থেকে কেরানীগঞ্জ পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প সরকারের জন্য বড় সমস্যায় পরিণত হয়েছে।
মন্ত্রী বলেন, ‘এই রুটে কিছু জটিলতা আছে। আমি দায়িত্ব নেয়ার আগেই প্রকল্পটি শুরু হয়। প্রকল্পটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তবে, আমি প্রকল্প কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি- যে কোনো মূল্যে এর কাজ শেষ করতে। যাতে আমরা আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে এর উদ্বোধন করতে পারি।’
রবিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
উত্তরায় বিআরটি গার্ডার দুর্ঘটনার (১৫ আগস্ট) জন্য দায়ী চীনা কোম্পানির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘কোম্পানিটিকে নির্মাণ কাজ শেষ করার অনুমতি দেয়া হলেও তারা বাংলাদেশে আর কোনো প্রকল্প পাবে না।’
আরও পড়ুন: গাজীপুরে ক্রেন পড়ে বিআরটি প্রকল্পের নির্মাণ শ্রমিক নিহত
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আরও বলেন, আগামী দিনে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে মোট ১০০টি সেতু উদ্বোধন করবেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যখনই কিছু সময় বের করতে পারবেন তখনই সেতুগুলো খুলে দেয়া হবে। উদ্বোধনের আগে চট্টগ্রাম অঞ্চলে তিনটি র্যালির আয়োজন করা হবে, যেখানে অধিকাংশ সেতু নির্মাণ করা হয়েছে। এমআরটি লাইন-৬ ও বঙ্গবন্ধু টানেলের প্রথম ধাপের কাজও শিগগিরই শেষ হবে।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশ বিভিন্ন সংকটের মধ্যে থাকলেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখনো ভালো চলছে।
আরও পড়ুন: উত্তরায় ক্রেন দুর্ঘটনা: বিআরটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
তিনি বলেন, ‘সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বিগ্ন নয় কারণ আমরা বর্তমান রিজার্ভ দিয়ে পাঁচ থেকে ছয় মাসের জন্য অর্থ পরিশোধ করতে সক্ষম হব। আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করছি বলে কোনো খাদ্য সংকট হবে না। আমরা ব্রুনাইয়ের সঙ্গে জ্বালানি সমস্যা নিয়েও আলোচনা করব। সংক্ষেপে বললে আমরা যেকোনো সংকট মোকাবিলা করতে প্রস্তুত।’
বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিতব্য আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।
আরও পড়ুন: বিআরটি গার্ডার ট্র্যাজেডি: দুর্ঘটনার ১২ কারণ খুঁজে পেয়েছে তদন্ত সংস্থা
২ বছর আগে