মাসুম আজিজ
অভিনেতা মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও চিত্রনাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রতিভাবান এই অভিনেতাকে তার কাজের জন্য চিরদিন স্মরণ করা হবে।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন: অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রেস সচিবের ভাইয়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
২ বছর আগে
অভিনেতা মাসুম আজিজ আর নেই
মারা গেলেন অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ। সোমবার বেলা ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত এই সাংস্কৃতি ব্যক্তিত্ব। অভিনেতার ছেলে উৎস জামান গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।
রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন মাসুম আজিজ। এ বছরে জানুয়ারিতে এই অভিনেতার শরীরে ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে তাকে ক্যামো দেয়া শুরু হয়। কিন্তু ২৪ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে যান মাসুম আজিজ। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর চিকিৎসায় উন্নতি হলে বাসায় নেয়া হলেও, কয়েকদিন পর শারীরিক অবস্থা খারাপ হলে আবার হাসপাতালে নেয়া হয়। রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন মাসুম আজিজ।
আরও পড়ুন: অভিনেতা মাসুম আজিজ লাইফ সাপোর্টে
উৎস জামান জানান, কেন্দ্রিয় শহীদ মিনারে নেয়া হবে মাসুম আজিজের মরদেহ। যেখানে তাকে রাষ্ট্রীয় ও সর্বসাধারণের শ্রদ্ধা রাখা হবে। এরপর নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি পাবনায়। সেখানে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বরেণ্য এই অভিনেতাকে।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবেও বেশ পরিচিত ছিলেন মাসুম আজিজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজ করা শুরু। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন।
‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ।
আরও পড়ুন: জগজিৎ সিং স্মরণে মেসবাহর একক সঙ্গীতানুষ্ঠান
আবারও আসিফ-লগ্নজিতার মেলবন্ধন
২ বছর আগে