১ কোটি
মহেশখালীতে জেলের জালে ১৬৯টি পোপা মাছ, দাম হাঁকছেন ১ কোটি টাকা
কক্সবাজারের মহেশখালীতে মোজাম্মেল নামে এক জেলের জালে ১৬৯টি পোপা মাছ ধরা পড়েছে। এগুলোর দাম হাঁকা হচ্ছে এক কোটি টাকা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মহেশাখালী ধলকাটা মালিকানাধীন এফবি মোজাম্মেল ফিশিং ট্রলারের জেলেদের জালে ১৬৯টি মাছ ধরা পড়ে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিধিলি: বৃষ্টিতে নষ্ট হয়েছে কোটি টাকার মাছ
এরপর শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ট্রলারটি মহেশখালী জেটি ঘাটে এসে পৌঁছালে মাছগুলো দেখতে ভিড় জমায় স্থানীয়রা। ট্রলার থেকে মাঝি-মাল্লারা পোপা মাছগুলো ফিশারি ঘাটে নিয়ে আসেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত।
ট্রলারের মালিক মোজাম্মেল বলেন, বঙ্গোপসাগরে মাছ শিকারে যায় ট্রলারটি। সাগরে জাল ফেললে জালে ধরা পড়ে ১৬৯টি পোপা মাছ। তবে মাছগুলোর ওজন মাপা হয়নি।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়ল ৮৫ কেজির বাঘাইড় মাছ!
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মাছের দাম হাকা হয়েছে এক কোটি টাকা। এ পর্যন্ত মাছগুলো দাম উঠেছে ৫০ লাখ টাকা পর্যন্ত। ভালো দামে বিক্রির আশায় মাছ ফ্রিজিং করে কক্সবাজার শহরে নিয়ে যাওয়া হবে।
মহেশখালী উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. ফারহান তাজিম বলেন, এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি। এই মাছের বায়ুথলী দিয়ে বিশেষ ধরনের সার্জিকাল সুতা তৈরি করা হয় বলে বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে। পোপা মাছের বায়ুথলী বেশ মূল্যবান বলে এই মাছের দাম অনেক বেশি।
আরও পড়ুন: সুন্দরবনে জেলের জালে ধরা পড়ল লাখ টাকার মেদ মাছ
১১ মাস আগে
ব্যক্তিগত আয় বিবেচনায় করদাতার সংখ্যা ১ কোটিতে পৌঁছাতে হবে: এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম বলেছেন, দেশের মাত্র ৩৫ লাখ মানুষ বার্ষিক আয়কর রিটার্ন জমা দেন, ব্যক্তিগত আয়ের বিচারে এ সংখ্যা ১ কোটির ওপরে পৌঁছাতে হবে।
তিনি বলেন, করযোগ্য আয়ের মানুষ দেশের প্রতি তাদের দায়িত্ব হিসেবে এগিয়ে এলে এ সংখ্যা বাড়ানো সম্ভব। কর কর্মকর্তারা সবাইকে আয়কর রিটার্ন জমা দিতে বাধ্য করতে পারেন না।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়কর রিটার্ন বিষয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেকে আয়কর রিটার্ন জমা দেওয়াকে বোঝা হিসেবে বিবেচনা করে। অনেক সময় করদাতারা মনে করেন, সরকার অন্যায়ভাবে কর আদায় করছে।
তিনি আরও বলেন, ‘আমরা করদাতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমরা করদাতাদের ভয় দেখাতে চাই না। আমরা করদাতাদের বিশ্বাস করি, কিন্তু করদাতাদেরও সেই আস্থা আমাদের ওপর রাখতে হবে।’
আরও পড়ুন: আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা দুই মাস বাড়াল এনবিআর
এনবিআর চেয়ারম্যান বলেন, আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা বাড়ানোর জন্য টিআরপি নিয়োগ করা হয়েছে। তারা এনবিআরের পক্ষ থেকে করদাতাদের সহায়তা করবে।
তিনি বলেন, 'সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আপনারা কর দেবেন। করের টাকায় সড়কসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। জনগণকে এটা বুঝতে হবে।’
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। সেমিনারে 'নতুন আয়কর আইন ও কর নীতি' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর নীতি বিভাগের সদস্য শামস উদ্দিন আহমেদ।
আরও পড়ুন: আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা দুই মাস বাড়াল এনবিআর
১ বছর আগে
জুলাই থেকে ১ কোটি টিসিবি কার্ডধারী পরিবার পাবে ৩০ টাকায় ৫ কেজি চাল
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) কার্ডধারী পরিবারগুলোকে ১ জুলাই থেকে ৩০ টাকায় ৫ কেজি চাল দেওয়া হবে।
তিনি বলেন, বর্তমানে এক কোটি পরিবার টিসিবি পণ্য পাচ্ছে এবং ১ জুলাই থেকে কার্ডধারীরা প্রতিকেজি ৩০ টাকা হারে ৫ কেজি চালসহ অন্যান্য সামগ্রী পাবেন।
তিনি বলেন, ওপেন মার্কেট সেলস (ওএমএস) ডিলাররা চাল সরবরাহ করবে।
আরও পড়ুন: আরও ২০ হাজার টন চাল আমদানির অনুমতি দিতে চিঠি
রবিবার (২৫ জুন) সচিবালয়ে বোরো সংগ্রহের অগ্রগতি নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
৫ কেজি চালের প্রক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কার্ডধারীরা যখন তাদের টিসিবি আইটেম পাবে তারা ওএমএস ডিলারের মাধ্যমে চালও পাবে।
তার মানে চাল টিসিবি আইটেম হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাধন চন্দ্র বলেন, চালের দাম কিছুটা বেশি হলে আমরা সারাদেশে আড়াই হাজার ওএমএস ডিলারের মাধ্যমে চাল বিক্রি করেছিলাম এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ওএমএসের মাধ্যমে অতিরিক্ত ২ লাখ মেট্রিক টন চাল বিতরণ করেছি।
এছাড়া আমরা খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ পরিবারকে নিয়মিত চাল দিচ্ছি এবং তারা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছে।
বোরো সংগ্রহের বিষয়ে মন্ত্রী বলেন, চলমান বোরো সংগ্রহ মৌসুমে ২৪ জুন পর্যন্ত সরকার ৬ লাখ ৫৬ হাজার ৫৮৭ মেট্রিক টন চাল এবং ১ লাখ ১৫ হাজার ২৭২ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে।
তিনি বলেন, আমরা ১২ দশমিক ৫ লাখ মেট্রিক টন চাল এবং ৪ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম।
তিনি আরও বলেন, এই জুনে আমাদের লক্ষ্য পূরণ হবে।
আরও পড়ুন: চাল আমদানিতে সরকারকে এক ডলারও ব্যয় করতে হবে না: খাদ্যমন্ত্রী
ভারত ও সিঙ্গাপুর থেকে ১ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার
১ বছর আগে
১ কোটি নিম্নআয়ের পরিবারের জন্য পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি
দেশের এক কোটি নিম্ন আয়ের পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। (টিসিবি) সোমবার রাজধানীর লালমাটিয়ায় এই বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রাথমিকভাবে টিসিবির মনোনীত ডিলারদের মাধ্যমে রাজধানীসহ সারাদেশে মসুর ডাল, চিনি, সয়াবিন তেল ও পেঁয়াজ- এই চারটি পণ্য বিক্রি করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,কার্ডধারী পরিবারগুলো ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা কেজি দরে দুই লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা কেজি দরে দুই কেজি পেঁয়াজ কিনতে পারবে।
আরও পড়ুন: চট্টগ্রামে টিসিবির পণ্য জব্দ, আটক ৪
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া অনুষ্ঠানে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম শফিকুজ্জামান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম, অনু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: টিসিবির পণ্য বিক্রি নিয়ে টিআইবির প্রতিবেদন সঠিক নয়: বাণিজ্যমন্ত্রী
৩.৩০ কোটি লিটার সয়াবিন তেল আমদানি করবে টিসিবি
২ বছর আগে