দুর্দান্ত
নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে সৌম্যর ‘পুনর্জন্ম’
দীর্ঘ লড়াইয়ের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে প্রাণ ফিরে পেলেন সৌম্য সরকার। নিউ জিল্যান্ডের নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য ২২টি চার ও ২টি ছক্কা নিয়ে ১৫১ বলে ১৬৯ রান করে ইনিংসটি শেষ করেন।
২০১৯ সালে শেষবার হাফ সেঞ্চুরি করা এই বাঁহাতি ব্যাটসম্যানের জন্য এই ইনিংসটি একটি স্মরণীয় পরিবর্তন। পরের বছরগুলোতে তাকে ২০২০ সালে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়; ২০২১ সালে সীমিত সুযোগগুলোতে প্রভাব ফেলতে ব্যর্থ হন এবং ২০২২ সালে আবারও বাদ পড়েন।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে তার প্রত্যাবর্তন ২০২৩ সালে পরপর দু’টি ‘ডাক’ দিয়ে শুরু হয়, যা তার নির্বাচন বিষয়ে প্রশ্নের জন্ম দেয়। তবে, হাথুরুসিংহে সৌম্যর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং তার এই বিশ্বাস দুর্দান্তভাবে প্রতিফলিত হয়েছে।
আরও পড়ুন: আইপিএল-২০২৪: মুস্তাফিজকে দলে ভেড়াল চেন্নাই সুপার কিংস
২০০৯ সালে ক্রাইস্টচার্চে শচীন টেন্ডুলকারের অপরাজিত ১৬৩ রানের মাইলফলক টপকে নিউ জিল্যান্ডে এশিয়ার ব্যাটসম্যানদের সর্বোচ্চ ওয়ানডে রানের রেকর্ড গড়েন তিনি।
এটি সৌম্যর তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি, এর আগে ২০১৫ ও ২০১৮ সালে দু’টি সেঞ্চুরি নিজের অর্জনের ঝুড়িতে যোগ করেন।
তার ক্যারিয়ারসেরা ইনিংসের সুবাদে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অলআউট হয়ে ২৯১ রান তোলে বাংলাদেশ। প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বুধবার এই স্কোর রক্ষা করতে পারলে শেষ ম্যাচটি এই সিরিজের ফাইনালে পরিণত হবে।
আরও পড়ুন: নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ: সাকিবহীন একাদশে সৌম্যকে গুরুত্বপূর্ণ বিবেচনা শান্তর
১১ মাস আগে
দেশের বাজারে এলো দুর্দান্ত পারফরমেন্স ও সেরা দামের রিয়েলমি সি৩০
তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের প্রযুক্তি প্রেমীদের জন্য নিয়ে এলো এন্ট্রি-লেভেলে দুর্দান্ত পারফরমেন্সের রিয়েলমি সি৩০। দুই লাখ+ আনতুতু স্কোরের প্রসেসরের পাশাপাশি থাকছে দুর্দান্ত ডিজাইন। বিস্তারিত জানতে ভিজিট. https://www.realme.com/bd/realme-c30
পাশাপাশি ১৮ অক্টোবর বিকেল চারটায় দারাজে ফ্ল্যাশসেলে রিয়েলমি সি৩০ পাওয়া যাবে দুর্দান্ত অফারে। মাত্র ৯ হাজার ৩৯৯ টাকায় কেনার জন্য ক্লিক. https://click.daraz.com.bd/e/_6GRW1
ব্র্যান্ড হিসেবে রিয়েলমি সবসময় তরুণদের পছন্দকে প্রাধান্য দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এন্ট্রি-লেভেলের নতুন স্মার্টফোন রিয়েলমি সি৩০ নিয়ে এসেছে ব্র্যান্ডটি। এতে রয়েছে ইউনিসক টি ৬১২’র শক্তিশালী প্রসেসর, যার আনতুতু স্কোর ২ লাখের ওপরে।
আারও পড়ুন: চীনে বন্ধ হয়েছে গুগল ট্রান্সলেট
এছাড়া রয়েছে ইউএফএস ২.২ হাই-স্পিড ফ্ল্যাশ স্টোরেজ, যা ফোনটিতে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে দিবে দুর্দান্ত অভিজ্ঞতা। একই প্রাইস-সেগমেন্টের ফোনগুলোর মধ্যে এই ডিভাইসটিকে অনন্য করেছে এর ৮.৫ মিলিমিটার আলট্রা-স্লিম ভার্টিকাল স্ট্রাইপ ডিজাইন।
প্রযুক্তিপ্রেমী তরুণদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে রিয়েলমি সি৩০ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত সব ফিচার। এর মধ্যে রয়েছে- ৮৮.৭ শতাংশ স্ক্রিন-রেশিও সহ ৬.৫ ইঞ্চি মেগা ডিসপ্লে, যা ডিভাইসটি ব্যবহার করার ক্ষেত্রে এর ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে সেরা বিনোদন।
এছাড়া ব্যবহারকারীদের ফোন চার্জ করার চিন্তা থেকে মুক্তি দিতে ডিভাইসটিতে রয়েছে ৫,০০০ এমএএইচ সুবিশাল ব্যাটারি। এই বিশাল ব্যাটারির সাহায্যে একটানা ১০২ ঘণ্টা পর্যন্ত অডিও শুনতে পারবেন ব্যবহারকারীরা। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই স্মার্টফোনে রয়েছে আট মেগাপিক্সেলের এআই ক্যামেরা। আর এই সবগুলো সেরা ফিচারসহ রিয়েলমি সি৩০ দুই জিবি র্যাম ও ৩২ জিবি রমে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে এখন মাত্র ৯হাজার৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
বাংলাদেশে প্রযুক্তিপ্রেমী তরুণদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নিরলস কাজ করে যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি। তরুণদের যা যা প্রয়োজন তার সবই ফোনটিতে যুক্ত করা হয়েছে। এছাড়া স্মার্টফোনে সর্বোত্তম পারফরমেন্স নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। সি-সিরিজের রিয়েলমি সি৩০ এর মাধ্যমে, রিয়েলমি নিজেদের সেরা মূল্যে সেরা স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানের প্রত্যয়কেই প্রতিফলিত করেছে।
আারও পড়ুন: শিগগিরই দেশের বাজারে আসছে সাকিবের এক্সক্লুসিভ এস#৭৫ রঙ সম্বলিত অপো এফ২১এস প্রো
গুগল স্ট্রিমিং গেম পরিষেবা বন্ধ করবে আগামী জানুয়ারিতে
২ বছর আগে