মোহনপুর উপজেলা
রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রজব আলী ও কেয়া খাতুন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই-বোন।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ওই উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খড়তা গ্রামে দুই শিশুর মৃত্যু হয়।
আরও পড়ুন:
নিহতরা হলো- কর্তা গ্রামের রুবেল হোসেনের ছেলে রজব আলী (৫) এবং নাটোর লালপুর থেকে রুবেলের বাড়িতে বেড়াতে আসা মুকুল হোসেনের মেয়ে কেয়া খাতুন (৫)।
স্বজনরা জানান, রজব ও কেয়া সকালে খেলাধুলা করার এ পর্যায়ে বাড়ির পাশে পুকুরে নেমে যায়। তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সন্দেহ হয়।
একপর্যায়ে পুকুর পাড়ে জুতা দেখে পানিতে খুঁজে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে তাদের মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। দুই শিশুর লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
৭ মাস আগে
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (২১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বজরপুর ত্রিমোহনী মৌসুমী ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী পবা উপজেলার তালগাছি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে সামসুল।
আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত তিন
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছের আলী বলেন, রবিবার সকালে উপজেলার বজরপুর ত্রিমোহনী মৌসুমী ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে নওগাঁ দিক থেকে আসা গরুবাহী অবৈধ বড় স্টিয়ারিংয়ের ভটভটি মোটরসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত একটি ফোন ও একটি বাজাজ ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। যার রেজি নম্বর- রাজশাহী-হ ১৪-০৫৬৪।
আরও পড়ুন: মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১১ মাস আগে
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে রাজশাহীতে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৭
রাজশাহীর মোহনপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে