পাইকারি গ্রেপ্তার
দুঃশাসন দীর্ঘায়িত করতে বিএনপির নেতা-কর্মীদের পাইকারি গ্রেপ্তার করছে সরকার: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার তার দুঃশাসন দীর্ঘায়িত করতে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের পাইকারিভাবে গ্রেপ্তার করছে।
তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের পাইকারি গ্রেপ্তারই সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার একমাত্র উপায়। সরকার এখন মরিয়া হয়ে বিএনপি নেতাদের গ্রেপ্তার করে জেলে ভরাট করছে।’
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য হাস্যকর: মির্জা ফখরুল
সোমবার এক বিবৃতিতে এই বিএনপি নেতা আরও বলেন, বিরোধী দলের নেতাকর্মীরা আদালত থেকে ন্যায়বিচার পাচ্ছেন না। ‘আওয়ামী সরকার আদালতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দুঃশাসনকে দীর্ঘায়িত করছে। তাই বিএনপির নেতাকর্মীরা কোনো বিচার পায় না।’
অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রসহ প্রতিটি সেক্টরে অরাজকতা বিরাজ করছে এবং সরকারি কোষাগার শূন্য হয়ে পড়ায়, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে তার পদক্ষেপের অংশ হিসেবে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য রাষ্ট্রযন্ত্রকে নির্বিচারে ব্যবহার করছে।
গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. সোহরাব উদ্দিনকে ‘মিথ্যা’ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেয়া হয়।
ফখরুল বলেন, মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে সোমবার সোহরাবকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি অবিলম্বে সোহরাবের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
আরও পড়ুন: বাংলাদেশকে তারা শ্মশান করে দিয়েছে: চট্টগ্রামে মির্জা ফখরুল
বিএনপির এই নেতা বলেন, সোহরাব বিদেশে অবস্থানকালে গাজীপুরে তার বিরুদ্ধে মামলা হয়।
ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের দমন-পীড়নের মাধ্যমে সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। আওয়ামী স্বৈরাচারের অধীনে দেশ এখন একটি বৃহৎ কারাগারে পরিণত হয়েছে।
ফখরুল অভিযোগ করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে নস্যাৎ করাই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ও মিথ্যা মামলা দায়েরের উদ্দেশ্য।
তিনি বলেন, ‘কিন্তু তৃণমূল থেকে মানুষ জেগে উঠতে শুরু করেছে। তারা এখন সরকারের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, সোহরাবকে জামিন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য। তাকে কারাগারে পাঠানো বর্তমান সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির আরেকটি ভয়াবহ বহিঃপ্রকাশ।
আরও পড়ুন: পুলিশ ‘অবৈধভাবে’ বিরোধীদের তথ্য সংগ্রহ করছে: মির্জা ফখরুল
২ বছর আগে