কানি ওয়েস্ট
রক্ষণশীল সামাজিক যোগাযোগমাধ্যম ‘পার্লার’ কিনবেন র্যাপার কানি ওয়েস্ট
কানি ওয়েস্ট বা ইয়ে, মার্কিন এই র্যাপ তারকা রক্ষণশীল বন্ধুত্বপূর্ণ সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক পার্লার কেনার প্রস্তাব দিয়েছে। কিছুদিন আগেই তিনি সেমেটিকবিরোধী (জাতিগোষ্ঠী সম্পর্কিত) পোস্ট দেয়ার কারণে টুইটার ও ইনস্টাগ্রাম ব্যবহারের অধিকার হারান। ঠিক এরপরেই রক্ষণশীল সামাজিক নেটওয়ার্ক কেনার বিষয়টি বিনোদন পাড়ায় বেশ কৌতূহল জাগিয়েছে।
পূর্বে তিনি কানি ওয়েস্ট নামে পরিচিত থাকলেও আইনগত ইয়ে নামে পরিচিত তারকার একটি সামাজিক যোগাযোগমাধ্যম নিজের দখলে আনলে কি সুবিধা পেতে পারেন এমন প্রশ্ন অনেকেই করছেন। প্রচলিত সামাজিক মাধ্যম থেকে ভিন্ন এখানে তিনি কোনো ধরনের বিচার-বিবেচনা ছাড়াই যা মন চাইবে তাই প্রকাশ করতে পারবেন। কিন্তু এ প্রশ্নও উঠছে যে নতুন এই মাধ্যমে তার কথা শুনবে কে!
নতুন ধরনের ডানপন্থী, অতি-ডানপন্থী ও স্বাধীনতাবাদী যেসব সামাজিক মাধ্যম রয়েছে যেখানে মূলত নিয়ম ও পরিবর্তনের বালাই কম, যাতে বাকস্বাধীনতার সুযোগ রয়েছে যথেষ্ট, সে হিসেবে পার্লারের ব্যবহার খুবই কম। স্বাভাবিকভাবেই সেখানে প্রতিযোগিতাও কম। এর ব্যবহারকারী মূলত বয়স্ক ব্যক্তিরা, যারা মূলত অনলাইনে রাজনীতি নিয়ে কথা বলেন। তাই মূলধারার মাধ্যমগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই পার্লারের।
আরও পড়ুন: ‘গ্যাংস্টা'স প্যারাডাইস’ র্যাপার কুলিও মারা গেছেন
টুইটার কিনে নেয়ার প্রক্রিয়া যদি ইলন মাস্ক সম্পন্ন করেন তাহলে সামগ্রিক বিষয় পার্লারের জন্য আরও জটিল হতে পারে। কারণ মাস্ক টুইটারের নিয়ম, নীতি ও কন্টেন্ট পরিবর্তনের ক্ষেত্রে শিথিলতা আনবেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও টুইটারে ফিরিয়ে আনবেন। নিজেদের মতাদর্শগত কারণে স্বাধীনতাবাদী বা অতি-ডানপন্থী যারা টুইটার ছেড়েছেন, তারা যদি আবারও মাধ্যমটিতে ফিরে আসে তাহলে পার্লার, গ্যাব, ট্রাম্পের ট্রুথ সোশালের মতো মাধ্যমগুলোর করুণ দশা হবে। যা ব্যবহারকারী রয়েছে তাও হারাতে বসবে।
পার্লারের মালিক পার্লেমেন্ট টেকনোলজিস ও ওয়েস্ট সোমবার জানিয়েছে, অধিগ্রহণের কাজটি বছরের চতুর্থ প্রান্তিকে সম্পন্ন করা হবে। তবে এর পেছনে কত খরচ করা হবে ও অন্যান্য বিবরণ এখনও প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: ‘মার্ডার শি রোট’ তারকা অ্যাঞ্জেলা ল্যান্সবেরি মারা গেছেন
ঐশীর গানে বলিউড তারকা ওয়ারিনা হুসাইন
২ বছর আগে