ট্রেন চলাচল স্বাভাবিক
১৮ ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
কিশোরগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বাভাবিক হয় ভৈরব-ময়মনসিংহ রেলপথ।
শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৪টা ২০ মিনিটে গচিহাটা রেলস্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হলে ময়মনসিংহ-ভৈরব রেলপথ যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে।
পরে, শনিবার রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুইটি উদ্ধার ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ইঞ্জিনসহ ট্রেন লাইনচ্যুত, ভৈরব-ময়মনসিংহ রেলপথ বন্ধ
রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার বিকালে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ অভিমুখে বিজয় এক্সপ্রেস ট্রেনটির গচিহাটা স্টেশনে অপেক্ষামান থাকার সময় ঢাকা অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সে সময় ক্রসিং হওয়ার কথা ছিল। কিন্তু ক্রসিংয়ের জন্য পয়েন্ট লাইন পরিবর্তনের সময় 'কিশোরগঞ্জ এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিন ও দু’টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
ফলে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনেই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রয়ে যায়। এতে, গচিহাটা স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। এ পরিস্থিতিতে ভৈরব-ময়মনসিংহ রুটে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কিশোরগঞ্জ স্টেশন মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ট্রেন লাইনচ্যুতির চেষ্টা নস্যাৎ করল পুলিশ
১ বছর আগে
চট্টগ্রামে টায়ারের গুদামের আগুন নিয়ন্ত্রণে, ট্রেন চলাচল স্বাভাবিক
চট্টগ্রাম মহানগরীর ঢাকা-চট্টগ্রাম রেল রুটের পাশে অবস্থিত টায়ারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। একইসঙ্গে স্বাভাবিক হয়েছে এই রুটের ট্রেন চলাচল।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অত্যাধিক গরমে ফের লাইন বেঁকে ট্রেন চলাচল বন্ধ
এর আগে বেলা পৌনে ১টার দিকে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট পোস্তারপাড় এলাকার ওই টায়ার গুদামে আগুন লাগে। এ কারণে চট্টগ্রাম স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে বা বের হতে পারেনি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১১ ইউনিটের চেষ্টায় টায়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক জানান, আমরা দুপুর ১২টা ৪৫-এর দিকে আগুন লাগার খবর পাই। তৎক্ষণাৎ আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তী সময়ে বায়েজিদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন, দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম জানান, ঢাকা থেকে আসা সোনার বাংলা আগুনের কারণে স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়ে।তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন: রবিবার থেকে ঢাকা-না’গঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ
১ বছর আগে
বগি লাইনচ্যুত: গাজীপুরে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
গাজীপুরে মঙ্গলবার মধ্যরাতে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকালে ঢাকা ও দেশের উত্তরবঙ্গের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম ইউএনবিকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সার বোঝাই মালবাহী ট্রেনটি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-রাজশাহী রেল রুটে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তর বঙ্গের রেলরুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, বিভিন্ন স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেসসহ আটকা পরে কয়েকটি ট্রেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সকালে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করার পর সকাল সোয়া ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন
দেড় মাস পর সিলেট থেকে ট্রেন চলাচল শুরু
চাঁপাইনবাবগঞ্জে করোনায় বন্ধ হওয়া ৬ ট্রেন চালু হয়নি, দুর্ভোগে যাত্রীরা
২ বছর আগে