বিপিএল ২০২৩
বিপিএল ২০২৩: ঢাকাকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে-অফে রংপুর
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটরসকে দুই উইকেটে হারিয়ে মিরপুরে শুক্রবারের খেলায় প্লে-অফে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স।
ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাইডার্স।
শুরুতে মোহাম্মদ মিঠুন দুই বলে পাঁচ রান করে রান আউট হন এবং নাসির হোসেন ও সৌম্য সরকার দুজনেই দুই রান করেন।
আরিফুল হক ২৬ বলে ২৯ রান করে ইনিংসের নেতৃত্ব দেন এবং আবদুল্লাহ আল মামুন ২৭ বলে ২৩ রান করেন।
নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩০ রানে ইনিংস শেষ করে ঢাকা।
আরও পড়ুন: বিপিএল-২০২৩: বৃহস্পতিবার থেকে শেষ পর্বের টিকিট বিক্রি শুরু
রংপুরের আজমতউল্লাহ ওমরজাই চার ওভারে দুই উইকেট ও ২২ রান দিয়ে ম্যাচের সেরা বোলার ছিলেন।
জবাবে ব্যাট করতে নেমে রংপুরের শুরুটা ধীর ছিল, ওপেনার মোহাম্মদ নাঈম স্কোর করতে ব্যর্থ হন। তবে রনি তালুকদার ৩৪ ও অধিনায়ক নুরুল হাসান সোহানের ৬১ রানের জুটিতে জয় নিশ্চিত হয়।
ম্যাচের শেষ দিকে দ্রুত কিছু উইকেট হারানোর পরও জয় ধরে রেখে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করে রংপুর।
আরও পড়ুন: বিপিএল-২০২৩: খুলনা টাইগার্সকে চার রানে হারাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১ বছর আগে
বিপিএল ২০২৩: সিলেট স্ট্রাইকার্স দলে মাশরাফি, আমির ও পেরেরা
এ বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে সিলেট স্ট্রাইকার্স তাদের আইকন খেলোয়াড় এবং কিছু গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়ার চূড়ান্ত করেছে।
সিলেট স্ট্রাইকার্সের আইকন হলো বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফ্র্যাঞ্চাইজিটি পাকিস্তানের পেস-বোলিং তারকা মোহাম্মদ আমিরের সঙ্গে শ্রীলঙ্কান তারকা থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস এবং ধনঞ্জয়া ডি সিলভাকেও দলে নিয়েছে।
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপ: ১৬০ রানের টার্গেট বাংলাদেশের
বুধবার ঢাকার একটি হোটেলে তাদের লোগো উন্মোচন অনুষ্ঠানে এ ঘোষণা দেন সিলেট ফ্র্যাঞ্চাইজি।
সিলেট ফ্র্যাঞ্চাইজি সহকারী কোচ হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে এবং দলের ম্যানেজার হিসেবে নাফিস ইকবালকে মনোনীত করেছে।
২০২৩ সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিপিএলে মোট সাতটি দল অংশগ্রহন করবে।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হলেন রজার বিনি
ত্রিদেশীয় সিরিজ: প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে বড় হার বাংলাদেশের
২ বছর আগে