বান্ধব
খাদ্য বান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল জব্দ, আটক ২
বগুড়ার নন্দীগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের দুই হাজার কেজি ওজনের ৪০ বস্তা চাল জব্দ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামে এ সময় পুলিশ দুইজনকে আটক করেছে।
আটক দু’জন হলেন- ওই গ্রামের মৃত লোকমান আলীর ছেলে আল-আমিন এবং পশ্চিমপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে শহিদুল ইসলাম।
আরও পড়ুন: পঞ্চগড়ে ভিজিএফের ২৯ বস্তা চাল জব্দ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আল-আমিন ও শহিদুল খাদ্য বান্ধব কর্মসূচির ৪০ বস্তা (২ হাজার কেজি) চাল ভটভটিতে তুলে নিয়ে অন্যত্র পাচার করার প্রস্তুতি নিচ্ছিল।
স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলামকে জানান। এরপর অমিনুল ইসলাম ও স্থানীয় লোকজন ভটভটি বোঝাই চালসহ ওই দুই জনকে আটক করে থানায় খবর দেয়।
এরপর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে ভটভটি বোঝাই চালগুলো জব্দ করে ওই দুই জনকে আটক করে থানা হেফাজতে নেন।
এ ঘটনায় ইউপি সদস্য আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খাদ্য বান্ধব কর্মসূচির এ চাল হতদরিদ্র মানুষের কাছ থেকে তাঁরা ক্রয় করে পাচার করছিল। আমরা খবর পেয়ে ভটভটি বোঝাই চাল জব্দসহ ওই দুই জনকে আটক করেছি।
এ ঘটনায় অবৈধভাবে চাল সংগ্রহ করে গুদামজাত পূর্বক কালোবাজারির অপরাধে থানায় মামলা দায়ের হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো করা হয়।
আরও পড়ুন: ফরিদপুর পূজা মণ্ডপের বরাদ্দকৃত ২০০ বস্তা চাল জব্দ, আটক ১
সুবর্ণচরে পাচারকালে রোহিঙ্গাদের ২ ট্রাক চাল জব্দ, আটক ৩
২ বছর আগে