ভাবমূর্তি নষ্ট
হলে আসন নিয়ে বাণিজ্য আ.লীগের ভাবমূর্তি নষ্ট করছে, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি কাদেরের
বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও হলের আসন বরাদ্দ নিয়ে বাণিজ্যের সঙ্গে জড়িতদের সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আসন বরাদ্দ, আবাসিক হলে রাজনৈতিক কক্ষ নিয়ে বাণিজ্যে জড়িতদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের ছাড় দেয়া হবে না। তারা আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে।’
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘স্বপ্ন ও সম্ভাবনার স্ফুলিঙ্গ-শেখ রাসেল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের নামে যারা অপকর্ম করছে তাদেরও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘যারা অপকর্ম করছে তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবে না। এটা নেত্রীর স্পষ্ট নির্দেশ।’
সম্ভাব্য খাদ্য ঘাটতি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, ভবিষ্যতে দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে। আইএমএফ এবং বিশ্বব্যাংক এটি ভবিষ্যদ্বাণী করেছে এবং শেখ হাসিনা শুধু তা উল্লেখ করেছেন।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তিনি এখানে কি ভুল দেখেছেন? বাংলাদেশে কি কেউ না খেয়ে মারা গেছে?
কাদের বলেন, ‘আমাদের তেলের সামান্য ঘাটতি রয়েছে। আমরা তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ব্রুনাইয়ের সঙ্গে আমাদের একটি জ্বালানি সহযোগিতা চুক্তি হয়েছে।’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, আনিসুর রহমানসহ আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবদুল হালিম এবং পরিচালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী।
পড়ুন: শিক্ষার্থীদের মেধা বিকাশে বিতর্কের চর্চা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
দেশের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়: ওবায়দুল কাদের
২ বছর আগে