ভিক্ষুকের লাশ
ব্রহ্মপুত্র নদ থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদ থেকে আবুল কাশেম (৬৮) নামের এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দূর্গম জাহাজের আলগার চরে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া গ্রামের মৃত মেজার আলীর ছেলে।
নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম মন্ডল ঘটনার সততা নিশ্চিত করেন।
আরও পড়ুন: যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধ আবুল কাশেম পেশায় একজন ভিক্ষুক এবং শারীরিকভাবে অসুস্থ। ভিক্ষা করতে বের হলে তিনি এক থেকে দুই সপ্তাহ পর বাড়ি আসেন।
রবিবার (৯ অক্টোবর) ভিক্ষা করার জন্য তিনি সাহেবের আলগা চরে যান। এরপর আর ফিরে আসে নি।
বৃহস্পতিবার দুপুরে জাহাজের আলগার চরের লোকজন তার লাশ ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে রাত প্রায় ১০টার দিকে উলিপুর থানায় নিয়ে আসে।
নিহত বৃদ্ধের ছোট ভাই আক্কাছ আলীসহ পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় থানা থেকে লাশ বাড়িতে নিয়ে যায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, ভিক্ষুক আবুল কাশেম যেকোন সময় নদে পড়ে মারা যান।
পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য দেয়া হয়েছে।
আরও পড়ুন: প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার
ভোলার মেঘনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
২ বছর আগে