হাজার
‘৮ বছরে ৫১ হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে, নিখোঁজ কয়েক হাজার’
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ২৮০ মিলিয়নেরও বেশি মানুষ ‘সুযোগ, মর্যাদা, স্বাধীনতা ও উন্নত জীবন’ পাওয়ার আশায় নিজ দেশ ছেড়েছেন।
তিনি বলেন, ‘কিন্তু ক্রমবর্ধমান বিপজ্জনক রুট ধরে অনিয়ন্ত্রিত অভিবাসন এবং পাচারকারীদের নিষ্ঠুরতার কারণে তাদেরকে (অভিবাসীদের) ভয়াবহ মূল্য দিতে হয়।’
রবিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় গুতেরেস এ কথা বলেন।
তবে এই অভিবাসীদের ৮০ শতাংশেরও বেশি যারা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সীমান্ত অতিক্রম করেন, তাদেরকে ‘অর্থনৈতিক বৃদ্ধি, গতিশীলতা ও মেধার’ শক্তিশালী চালক হিসেবে কৃতিত্ব দেন তিনি।
জাতিসংঘের শীর্ষ এই কর্মকর্তা বলেছেন, গত আট বছরে অন্তত ৫১ হাজার অভিবাসী মারা গেছেন এবং আরও কয়েক হাজার নিখোঁজ হয়েছেন।
তিনি বলেন, ‘প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ রয়েছেন; যিনি হয়ত কারও বোন, ভাই, মেয়ে, ছেলে, মা বা বাবা।’
তিনি ফের মনে করিয়ে দিয়ে বলেন, ‘অভিবাসীদের অধিকার, মানবাধিকার।’
গুতেরেস বলেন, তাদের অবশ্যই বৈষম্যহীনভাবে সম্মান করতে হবে।
'সাধ্যমতো সব কিছু করুন'
আরও পড়ুন: জলবায়ু অভিবাসীদের ব্যাপারে অপর্যাপ্ত পদক্ষেপ বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে: ঢাকা
মানবিক বাধ্যবাধকতা এবং নৈতিক ও আইনি বাধ্যবাধকতা হিসেবে গুতেরেস বিশ্বকে তাদের জীবনহানি রোধ করতে ‘সম্ভবপর সবকিছু করার’ আহ্বান জানিয়েছেন।
অভিবাসন সংকট নেই; সংহতির সংকট আছে
মহাসচিব তার বার্তার উপসংহারে বলেছেন, অভিবাসন সংকট নেই; সংহতির সংকট আছে। ‘আজ ও প্রতিদিন, আসুন আমাদের সাধারণ মানবতাকে রক্ষা করি এবং সকলের অধিকার ও মর্যাদা সুরক্ষিত করি।’
মৌলিক অধিকার আদায় করুন
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রধান, গিলবার্ট এফ হাউংবো, বিশ্বের ১৬৯ মিলিয়ন অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষার বিষয়ে আলোকপাত করেছেন।
দিবসটি উপলক্ষে দেয়া তার বার্তায় তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও ভালভাবে নিশ্চিত করতে হবে... তারা যাতে [অভিবাসীরা] তাদের মৌলিক মানব ও শ্রম অধিকারগুলো যাতে অনুধাবন করতে সক্ষম হয়।’
গিলবার্ট আরও বলেন, নিজেদের মৌলিক অধিকার প্রয়োগ করতে অক্ষম অভিবাসী শ্রমিকেরা ‘সমাজে তাদের অবদান দেখাতে অদৃশ্য, দুর্বল ও অবমূল্যায়িত’ হয়।
তিনি বলেন, জাতি, জাতীয়তা ও লিঙ্গভিত্তিক বিভিন্ন বৈষম্যের জন্য, তাদের অধিকার আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
ন্যায্য শ্রম অভিবাসন
এদিকে, আইএলও ন্যায্য শ্রম অভিবাসনকে বাস্তবে পরিণত করতে সরকার, নিয়োগকর্তা ও কর্মীদের সমর্থন করে।
আইএলও প্রধান আরও বলেন, সকল কর্মচারীদের মতো অভিবাসী শ্রমিকরাও শ্রমের মান এবং আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষার অধিকারী। তারা বৈষম্যহীনভাবে সংগঠনের স্বাধীনতা এবং সমষ্টিগত দর কষাকষি, নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ প্রাপ্য।
তাদের সামাজিক সুরক্ষা, উন্নয়ন ও স্বীকৃতিরও অধিকার থাকা উচিত।
এই অধিকারগুলোকে বাস্তবে পরিণত করার জন্য গিলবার্ট ন্যায্য নিয়োগের ওপর মূল জোর দেন। যা অভিবাসী কর্মীদের জন্য নেয়া নিয়োগ ফি বাদ দেয়া, মানব পাচার এবং জোরপূর্বক শ্রম নির্মূল করতে সাহায্য করতে পারে।
এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) প্রধান আন্তোনিও ভিটোরিনো তার বার্তায় অভিবাসীদেরকে ‘উন্নয়ন ও অগ্রগতির ভিত্তিপ্রস্তর’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি আহ্বান জানিয়ে বলেন,‘অভিবাসনের রাজনীতিকরণ, শত্রুতা ও বিভেদমূলক আখ্যানের কারণে, আমরা নিজেদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধ থেকে দূরে সরিয়ে নিতে পারি না।’
আরও পড়ুন: অভিবাসী শ্রমিকের অধিকার: নিয়োগ প্রক্রিয়ার পর্যবেক্ষণ চায় জাতিসংঘ
অভিবাসী শ্রমিকদের জন্য সমান বিধান নিশ্চিত করুন: ব্রুনাইয়ের প্রতি বাণিজ্যমন্ত্রী
১ বছর আগে
সিলেট চলচ্চিত্র উৎসবে ৩ হাজারের বেশি চলচ্চিত্র জমা
সিলেট চলচ্চিত্র উৎসবের ৫ম আসরে তিন হাজারের বেশি চলচ্চিত্র জমা পড়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) এ উৎসবে চলচ্চিত্র জমাদানের সময় শেষ হয়।
এতে ছয়টি নির্ধারিত বিভাগে ১১১টি দেশ থেকে মোট ৩০৬৫টি চলচ্চিত্র জমা পড়ে, যা গত পাঁচ আসরের মধ্যে সর্বোচ্চ।
গত ১৭ অক্টোবর সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ উৎসবের জন্য চলচ্চিত্র আহ্বান করে। সেই সময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রধান উপদেষ্টা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান চলচ্চিত্র জমাদান প্রক্রিয়ার উদ্বোধন করেছিলেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ১৫ শহরে ‘দামাল’
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সব্যসাচী নিলয় বলেন,আগামী ক’দিন চলচ্চিত্র বাছাই পর্ব চলবে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে সিলেট চলচ্চিত্র উৎসবের ৫ম আসর সকলের সামনে নিয়ে আসতে পারব।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ স্বাধীনধারার চলচ্চিত্রকে উৎসাহ প্রদানের লক্ষ্যে সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। সংগঠনটি চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান ও কর্মশালাসহ নানামুখী আয়োজন করে যাচ্ছে।
আরও পড়ুন: শুক্রবার ২ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দেশান্তর’
চরাঞ্চলের মানুষের গল্প নিয়ে সোহেলের ‘নয়া মানুষ’
১ বছর আগে
ডেঙ্গু: একদিনে শনাক্ত হাজার ছাড়াল
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১১৩ জন প্রাণ হারালেন। এছাড়া এ সময়ে একদিনে ১০৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ৫৮৯ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৪৪৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ৪৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এরমধ্যে দুই হাজার ২৮৬ জন ঢাকার মধ্যে এক হাজার ২০৬ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩১ হাজার ৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকায় ২২ হাজার ১৩ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন নয় হাজার ৫০ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ২৭ হাজার ৪৫৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এদের মধ্যে ১৯ হাজার ৬৬০ জন ঢাকার বাসিন্দা, বাকি সাত হাজার ৭৯৮ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।
আরও পড়ুন: ডেঙ্গু: একদিনে ৯২২ জন শনাক্ত, মৃত্যু আরও ২
ডেঙ্গু: আরও ৪০৯ জন হাসপাতালে ভর্তি
মন্ত্রণালয় ডেঙ্গুর চিকিৎসা দিতে পারবে কিন্তু মশা মারতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী
১ বছর আগে