ছেলের
ছেলের হাতে বাবা খুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন প্রবাসী বাবা। রবিবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়ায় (৭ নম্বর ওয়ার্ড) এ ঘটনাটি ঘটেছে।
নিহত মগুল হোসেন (৫৫) ওই এলাকার মৃত নবী হোসেনের ছেলে।
ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়েছে ঘাতক ছেলে মনির হোসেন (৩১) ও তার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন।
আরও পড়ুন: ঝগড়া থামাতে গিয়ে ছেলের দায়ের কোপে বাবা খুন!
তিনি জানান, মধ্যবিত্ত পরিবারের মগুল মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরব ছিলেন। তিনি গত এক মাস আগে দেশে ফিরেছেন। মগুল মিয়ার দুই ছেলে তিন মেয়ের মধ্যে মনির সবার বড়। তিন সন্তানের জনক মনির ছিল অনেকটা ভবঘুরে প্রকৃতির। তার বিরুদ্ধে রয়েছে মাদক সেবন ও একাধিক বিয়ের অভিযোগ। সে বিভিন্ন দোকানে ও মানুষের কাছে দেনা করতো। নিজে কোন কাজ না করে বাবার কাছ থেকে নিয়মিত টাকা চেয়ে নিতো মনির। শনিবার সে ঢাকায় যায়, রাতে ফিরে আসে।
রবিবার ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফেরেন মগুল হোসেন। কিছুক্ষণ পর বাবার কাছে টাকা চায় মনির। বাবা মগুল মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে মনির উচ্চস্বরে চেঁচামেচি শুরু করে। পরে এক পর্যায়ে বাবা মগুল হোসেনের বুকে ছুরিকাঘাত করে মনির। গুরুতর আহত অবস্থায় স্বজনরা মগুল হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
তিনি আরও জানান, ঘাতক ছেলে মনির ও তার স্ত্রী ঘটনার পর পালিয়ে গেছে। তাদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন!
ঝগড়া থামাতে গিয়ে ছেলের দায়ের কোপে বাবা খুন!
২ বছর আগে