বরিশাল
ঘূর্ণিঝড় সিত্রাং: বরিশালে ১০৫২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় বরিশালে ১ হাজার ৫২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। রবিবার রাতে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজে এক সভায় এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনাররা (ভূমি) সভায় উপস্থিত ছিলেন।
জানা গেছে, জরুরি সভায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ সিত্রাং মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় ১ হাজার ৫২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করা হয়, যেখানে আড়াই লাখ মানুষ আশ্রয় নিতে পারবে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং: সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত
সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। জেলার সর্বত্র মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করার করা, প্রাণিসম্পদ রক্ষায় গুরুত্বারোপ করা, সিপিপি, রেড ক্রিসেন্ট সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দুর্যোগ মোকাবিলায় সকল ধরণের প্রস্তুতি রাখা, জেলা এবং উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা এবং উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে সভা থেকে।
আরও পড়ুন: সিত্রাং বাংলাদেশে আঘাত হানতে পারে মঙ্গলবার: ত্রাণপ্রতিমন্ত্রী
২ বছর আগে