শান্ত
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ: মুশফিককে ছাড়িয়ে শান্ত ও নাঈম
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে সোমবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫৮ রানে হারিয়ে আবাহনী লিমিটেড তাদের অপরাজিত ধারা অব্যাহত রেখেছে।
দেশের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় এটি তাদের টানা দশম জয়।
আরও পড়ুন: আবারও শুরু হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ
আবাহনীর হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ নাঈম। লক্ষ্য তাড়া করতে নেমে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরির পরও গুটিয়ে যায় প্রাইম ব্যাংক।
প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৪১ রানের বিশাল স্কোর দাঁড় করায়। অধিনায়ক শান্ত ১১৮ ও নাঈম শেখ ১০৫ রান করেন। মাত্র ৩৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তৌহিদ হৃদয়।
এদিকে প্রাইম ব্যাংকের হয়ে দুইটি উইকেট নেন হাসান মাহমুদ।
এদিকে রান তাড়া করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারায় প্রাইম ব্যাংক। পারভেজ হোসেন ইমন করেন ৫৬ রান। তবে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি আশার তাদের আলো দেখিয়েছিল।
আবাহনীর বোলার তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকত তাদের দৃঢ়তা ধরে রাখেন। তানজিম ও তাসকিন ৩টি করে এবং মোসাদ্দেক ২টি উইকেট নেন।
এদিকে ৪৯তম ওভারে শেষ পর্যন্ত ২৮৩ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৫৮ রানের জয়ী হয় আবাহনী। ১০ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে আবাহনী।
আরও পড়ুন: জাতীয় ক্রিকেট লিগ: সিলেটকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল ঢাকা বিভাগ
সেলিব্রেটি ক্রিকেট লিগ: তবুও ‘শো মাস্ট গো অন’
৮ মাস আগে
সব ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক হলেন শান্ত
সব ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাঁহাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত।
সোমবার এই বছরের বোর্ডের প্রথম সভা শেষে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এ সিদ্ধান্তের কথা জানান।
পাপন বলেন, 'নাজমুল হোসেন শান্তকে সব ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বছর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি।’
আরও পড়ুন: বিপিএল ২০২৪: সাকিবের পারফরম্যান্সে পঞ্চম জয় পেল রংপুর
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে সাকিবের অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এরপরই এরকম সিদ্ধান্ত এল বিসিবির পক্ষ থেকে।
টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শান্তর নিয়োগ বিস্ময়কর হতে পারে, কারণ এই ফরম্যাটে সাকিব বাংলাদেশের হয়ে নিয়মিত ছিলেন। তবে বেশ কিছু কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন নাজমুল হাসান।
বিসিবি সভাপতির ব্যাখ্যা, 'সাকিব তার দৃষ্টিশক্তি নিয়ে সমস্যায় ভুগছেন। শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিরিজ এবং বিশ্বকাপের কথা ভেবে আমরা অনুভব করেছি যে নতুন অধিনায়ক নিয়োগ এখন খুবই গুরুত্বপূর্ণ।
এই পরিবর্তন বিশ্বকাপের নির্বিঘ্ন প্রস্তুতিতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিসিবি সভাপতি।
সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে নিজের নেতৃত্বের যোগ্যতার প্রমাণ দিয়েছেন শান্ত। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় অধিনায়ক হিসেবে আরও দীর্ঘ সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিল রংপুর রাইডার্স
বাংলাদেশের হয়ে ছয়টি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্টে তিনটি জয় নিয়ে একটি সফল অধিনায়কত্বের রেকর্ড রয়েছে শান্তর ঝুলিতে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবেও নেতৃত্বের অভিজ্ঞতা দেখিয়েছেন তিনি।
সহঅধিনায়কের পদ এখনো ফাঁকা রয়েছে। এই পদে বেশ কয়েকটি নাম বিবেচনাধীন বলে ইঙ্গিত দিয়েছেন বোর্ড সভাপতি। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের জন্য বাংলাদেশের আলাদা সহঅধিনায়ক থাকতে পারে।
পূর্ণকালীন অধিনায়ক হিসেবে শান্তর প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। সিলেট ও চট্টগ্রামের দুটি ভেন্যুতে হবে এই সিরিজ।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: টাইগারদের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে ফিরল স্ট্রাইকার্স
১০ মাস আগে
সিলেট টেস্টে শান্তর সেঞ্চুরিতে ২০০ রানের লিড পেল বাংলাদেশ
নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের অভিষেক ঘটে সেঞ্চুরি দিয়ে। প্রথম বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এই অসাধারণ সেঞ্চুরিতে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ তৃতীয় দিনের শেষে ২০৫ রানের লিড অর্জন করে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তৃতীয় দিন শেষে নাজমুল ১০৪ ও মুশফিকুর রহিম ৪৩ রানে অপরাজিত থাকায় তিন উইকেটে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২১২ রানে।
২৪ ম্যাচের ক্যারিয়ারে টেস্ট ক্রিকেটে শান্তর পঞ্চম সেঞ্চুরি। উল্লেখ্য, শান্তর পাঁচটি টেস্ট সেঞ্চুরির তিনটিই চলতি বছরে হয়েছে।
প্রথম ইনিংসে উইকেটের পাশাপাশি কয়েকটি বাউন্ডারি মেরে শক্তিশালী শুরু করেন শান্ত। তবে তিনি গ্লেন ফিলিপসের ফুল টসের শিকার হন, যার সঙ্গে তিনি সঠিকভাবে মানিয়ে নিতে পারেননি।
তৃতীয় দিনে রান আউটে দুটি উইকেট পড়ে যায় বাংলাদেশের।
আরও পড়ুন: সিলেট টেস্ট: নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, শাহাদাতের অভিষেক
কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ৩১৭ রান নিয়ে আগের ইনিংসটি শেষ করে।
বাংলাদেশের অসাধারণ বোলার হিসেবে তাইজুল ইসলাম ৪টি ও মুমিনুল হক ৩টি উইকেট নেন।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের ৮৬ রানের জুটিতে ৩১০ রান তোলে বাংলাদেশ।
গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডের হয়ে চার উইকেট নিয়ে তার দুই ম্যাচের টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিংয়ের মর্যাদায় আসীন হন।
আরও পড়ুন: সিলেট টেস্ট: মুমিনুলের ৩ উইকেটে ৩১৭ রানে ইনিংস শেষ করেছে নিউ জিল্যান্ড
১ বছর আগে
এশিয়া কাপ: মেহেদি-শান্তর সেঞ্চুরি, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড রান
পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের বিপক্ষে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশ এশিয়া কাপে তাদের দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটে ৩৩৪ রান করেছে।
আগের রেকর্ড ৩০৬ রান ছাড়িয়ে এটি এখন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে স্কোর।
শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পরাজয় মেনে নিয়ে এশিয়া কাপে তাদের আশা বাঁচিয়ে রাখতে জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই ম্যাচে খেলেছে বাংলাদেশ।
শান্ত-মিরাজ পঞ্চম জুটি হিসেবে এক ওয়ানডে ইনিংসে সেঞ্চুরি অর্জন করেছেন।
আরও পড়ুন: ঈশান-হার্দিকের পার্টনারশিপে ভর করে ভারতের সংগ্রহ ২৬৬ রান
এর আগে, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম ২০১৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
তারপরে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্য সরকার ও ইমরুল কায়েস এবং ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস ও তামিম এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
মেহেদি ও নাজমুল দুজনের জন্যই এটি ছিল তাদের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি।
মেহেদি ১১৫ বলে তার শতরান ছুঁয়েছেন এবং ১১২ রান করার পর ইনজুরির কারণে বিশ্রামে গেছেন।
অন্যদিকে, নাজমুল ১১২ রানে রানআউট হওয়ার আগে ১০১ বলে শতরান অর্জন করেছিলেন।
প্রথম ম্যাচে অভিষেকে রান করতে ব্যর্থ হওয়া তানজিদ হাসান তামিমের জায়গায় মেহেদি ইনিংস শুরু করেন।
তামিম ইকবাল ও লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য ওপেনিং পার্টনারশিপ গড়ে তুলতে লড়াই করলেও মেহেদি স্বস্তি জাগিয়েছে।
মেহেদি তার ইনিংসের শুরু থেকেই সংযম বজায় রেখেছিলেন। তার দ্বিতীয় ওডিআই সেঞ্চুরিতে তিনি দুটি ছক্কা এবং ছয়টি চার হাকান।
ম্যাচের শুরুতেই বাংলাদেশ দল দুটি উইকেট হারায়। এরপর মিরাজ শান্তর সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন।
রানআউটে তিন উইকেট হারায় বাংলাদেশ।
অতীতে বাংলাদেশের বিপক্ষে সাফল্য উপভোগকারী রশিদ খান আজ ৬৬ রান দিয়ে কোনো উইকেট পাননি।
অন্য আফগান স্পিনার মুজিব উর রহমানও প্রতি ওভারে ছয়ের বেশি রান দিয়ে একটি উইকেট নিতে সক্ষম হন।
আরও পড়ুন: এশিয়া কাপ: আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ
জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক আর নেই
১ বছর আগে
ঈদের যাত্রা শুরু হওয়ায় ঢাকা শান্ত
ঈদুল ফিতর উদযাপনের জন্য মানুষ রাজধানী ছাড়তে শুরু করায় ঢাকার রাস্তাগুলো ফাঁকা হয়ে পড়েছে।
বেসরকারি সংস্থা নৌ পরিবহন, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে প্রায় ২০ লাখ লোক ঢাকা ও আশপাশের এলাকা ছেড়ে চলে যাবে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার এ সংখ্যা আরও বাড়বে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ঈদের আগে নগদ টাকা উত্তোলনের চাপে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো
ঈদুল ফিতরের আগে সরকারি, আধা-সরকারি এবং অনেক বেসরকারি অফিসে শেষ কর্মদিবস হওয়ায় মঙ্গলবার বিকাল থেকে বিপুল সংখ্যক মানুষ শহর ছেড়েছে।
এ বছর বুধবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনের ঈদের ছুটি।
এনসিপিএ্সআরআর-এর তথ্য অনুযায়ী, ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে প্রায় দেড় কোটি মানুষ প্রতি বছর তাদের গ্রামের বাড়িতে যান। এর মধ্যে ২০ শতাংশ যাবে নৌপথে এবং ২০ শতাংশ রেলপথে।
এনসিপিএসআরআর-এর সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া বলেন, ঈদের আগে ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত নয় দিনে প্রায় ৩০ লাখ মানুষ নৌপথে ঢাকা ছেড়ে যাবে। এর মধ্যে সদরঘাট টার্মিনাল দিয়ে প্রতিদিন তিন লাখ মানুষ উপকূলীয় জেলায় যাবেন এবং বাকি তিনজন। নারায়ণগঞ্জ নদী বন্দর দিয়ে ঈদের ছুটি কাটাতে যাবে লাখ লাখ মানুষ।
এছাড়া শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) জানিয়েছে, ঈদে প্রায় ৯০ লাখ মানুষ সড়কপথে ঢাকা ছাড়বেন, যা মোট ঈদের ছুটির ৬০ শতাংশ।
এদিকে ট্রেনে যাবে আরও প্রায় ৩০ লাখ মানুষ।
ট্রাফিক উত্তরা বিভাগের সহকারী কমিশনার (ট্রাফিক পূর্ব) আখের হুসাইন জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত থেকে অনেকে আবদুল্লাহপুর থেকে উত্তর জেলা, ময়মনসিংহ জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার উদ্দেশে রওনা হয়েছেন।
পরে বুধবার সকাল ১১টা থেকে আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ একই গন্তব্যের উদ্দেশে আব্দুল্লাহপুর ত্যাগ করেন।
তবে ঢাকায় বসবাসকারী গৃহমুখী মানুষের সংখ্যা এখন তুলনামূলক কম, সন্ধ্যার পর তা বাড়বে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেন, অধিকাংশ বাস সময়সূচি অনুযায়ী আব্দুল্লাপুর ছেড়েছে।
মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (দারুস সালাম জোন) ইফতেখারুল ইসলাম বলেন, বুধবার ভোরে বাড়িমুখী মানুষের ভিড় শুরু হয় এবং তা সকাল ৮টা পর্যন্ত চলে।
তিনি আরও বলেন, গাবতলী থেকে অধিকাংশ বাস প্রায় সময় মতো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।
একইভাবে সায়দাবাদ বাসস্ট্যান্ড সূত্র জানায়, বেশিরভাগ বাস চট্টগ্রাম ও সিলেট সড়কের পাশাপাশি অন্যান্য গন্তব্যের জন্য টার্মিনাল রক্ষণাবেক্ষণের সময়সূচিতেই ছেড়েছে।
একইভাবে কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সকাল থেকে অধিকাংশ ট্রেন সময়সূচি অনুযায়ী স্টেশন ছেড়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কাজ করছে জেলা হাইওয়ে পুলিশ
ঈদ উপলক্ষে ৯ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর
১ বছর আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: শান্তর ফিফটি সত্ত্বেও পাকিস্তানকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ
অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের শেষ সুপার-১২ ম্যাচে তারা চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নাজমুল হোসেন শান্তর ৪৮ বলে ধীরগতির ৫৪ রানে ৮ উইকেটে ১২৭ রান করে।
ওপেনিং জুটিতে ছিলেন শান্ত ও লিটন দাস। শুরুর দিকেই লিটনের ছয় বড়কিছুর ইঙ্গিত দিচ্ছিল বটে। কিন্তু পাওয়ারপ্লেতে আট বলে ১০ রান করে শাহীন আফ্রিদির শিকার হন তিনি।
এটি শাহীনের একটি শর্ট বল ছিল এবং লিটন তা টেনে নেয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত শান মাসুদ বলটি ধরে ফেলেন।
এরপরে ১০ ওভারে বাংলাদেশ আর কোনো উইকেট হারায়নি।কিন্তু ১১তম ওভারে শাদাব খানের ছোঁড়া বল খেলতে গিয়ে সৌম্য সরকার এবং পরের বলে সাকিব আল হাসান বিতর্কিত এলবিডব্লিউর শিকার হন।মোসাদ্দেক হোসেন ১১ বলে মাত্র পাঁচ এবং নুরুল হাসান সোহান তিন বলে শূন্য রান করে মাঠ ত্যাগ করেন। এতে টাইগারদের বড় রান করা কঠিন হয়ে পড়ে।তবে ২০ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন আফিফ হোসেন। এই ম্যাচে বাংলাদেশকে ১০০ রান পেরিয়ে যেতে সাহায্য করেন তিনি।পাকিস্তানের হয়ে শাহীন ২২ রান দিয়ে চার এবং শাদাব দুই উইকেট নেন।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: সেমিফাইনাল লড়াইয়ের ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপ ২০২২: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের জয়
বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
২ বছর আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: ভালো শুরুর পর সৌম্য ও শান্তর বিদায়
হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ভালো শুরু পর ওপেনার সৌম্য সরকার ও নাজমুল শান্ত ফিরে গেছেন গেছেন।
প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে ৪৩ রান করে। কিন্তু ষষ্ঠ ওভারের প্রথম বলে পল ভ্যান মিকেরেন বোল্ড হয়ে ১৪ বলে ১৪ রান করা সৌম্যকে হারায় বাংলাদেশ।
এরপর পাওয়ার প্লে শেষ হওয়ার পর সপ্তম ওভারের প্রথম বলে ভালো খেলতে থাকা শান্তকেও (২০ বলে ২৫) হারায় বাংলাদেশ।
এর আগে হোবার্টের আকাশ মেঘলা থাকায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।
পূর্বাভাস বলছে হোবার্টে আজ প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ
নেদারল্যান্ড একাদশ: ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিডে, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক), টিম প্রিংলে, লোগান ভ্যান বেক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস লাইভ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
টি২০ বিশ্বকাপ: ৪ উইকেটে জয় পেল ভারত
২ বছর আগে