শ্যামা
বাগেরহাটে প্রথমবারের মতো কাঁচের প্রতিমায় শ্যামা পূজা
বাগেরহাটে এই প্রথম আয়নার কাঁচ দিয়ে প্রতিমা তৈরি করে শ্যামা পূজার আয়োজন করা হয়। মায়ের প্রতিমায় নিজের ছবি দেখাতে এই ব্যতিক্রম আয়োজন করা হয়েছে।
শ্যামা পূজা উপলক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার কোদলা সর্বজনীন পূজা মন্দিরে পাঁচ দিনব্যাপী নানা অনুষ্ঠান চলছে।
বৃহস্পতিবার সন্ধ্যা আরতী এবং সিঁধুর খেলার মধ্যে দিয়ে শেষ হবে পাঁচ দিনের অনুষ্ঠান।
আয়োজকরা বলছেন,পূজামণ্ডপে ভক্ত আর দর্শনার্থীদের ঢল নেমেছে। শ্যামা পূজায় দেশে এমন ব্যতিক্রম আয়োজন এই প্রথম।
আরও পড়ুন: কালী পূজা: দুই বছর পর লালমনিরহাট সীমান্তে দুই বাংলার মিলন মেলা
জানা গেছে, ওই পূজামণ্ডপে বৈকুন্ঠধাম,মালতীর ধনভাণ্ডার, মায়ের ত্রিরুপ দর্শন,মহাদেবের কৈলাশে অবস্থান,ঝর্ণ-আগুনের ফোয়ারা এবং ভূতের রাজ্য প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
আয়োজন করা হয়েছে পদাবলী কীর্তন ও সাংস্কৃতিকসহ নানা অনুষ্ঠান। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দূর দূরান্ত থেকে শিশু থেকে শুরু করে নানা বয়সের নারী-পুরুষ দর্শনার্থীরা ও ভক্তরা আসছেন পুজা মণ্ডপে।
রবিবার সন্ধ্যা আরতী ও শ্রীমদ্ভগবতগীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয় পাঁচদিনের অনুষ্ঠান। সোমবার দীপাবলী উৎসব ও শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। প্রতিদিন চলছে নানা অনুষ্ঠান।
শ্যামা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার সেন জানান, মায়ের প্রতিমায় নিজেদের ছবি দেখার জন্য আয়নার কাঁচ দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। এর মধ্যে দিয়ে বুঝাতে চেয়েছি যে,আমরা সবাই মায়ের আশ্রয়ে আছি। দুর্ভিক্ষ ঘুচাতে লক্ষ্মী ভাণ্ডার এবং বিশ্বকে আলোকিত করতে জল আর আগুনের সমন্বয় ঘটিয়ে ফোয়ারা করা হয়েছে।
এছাড়াও, করোনা মহামারি,ডেঙ্গু ও সব ধরণের অপশক্তি বিনাশ করতে প্রতিমার মাধ্যমে ভূতের ছবি দেখানো হয়েছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল এবং বিশ্ববাসির শান্তি কামনায় এই আয়োজন।
শ্যামা পূজায় দেশে এমন ব্যতিক্রম আয়োজন প্রথম বলেও তিনি দাবি করেন।
আরও পড়ুন: রাত পোহালেই লক্ষ্মীপূজা, জমে উঠেছে প্রতিমা আর সোলার ফুল বিক্রি
পূজার ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম শুরু
২ বছর আগে