চীফ হুইপ
রাঙ্গাকে বিরোধী দলীয় চীফ হুইপ থেকে অব্যাহতি
সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
আদেশটি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলে তিনি জানান।
গত ১৪ সেপ্টেম্বর রংপুর-১ আসনের সংসদ সদস্য রাঙ্গাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব দলীয় পদ থেকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি।
গত ১৭ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে চেয়ারম্যানের উপদেষ্টাসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেয় দলটি।
পরবর্তী সাধারণ নির্বাচনের আগে দলের নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে তাদের অপসারণ করা হয়।
২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে রাঙ্গাকে দলের মহাসচিব নিযুক্ত করেন।
এরশাদের মৃত্যুর পর ২০২০ সালের ২৬ জুলাই বর্তমান চেয়ারম্যান জিএম কাদের রাঙ্গাকে সরিয়ে কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব নিযুক্ত করেন।
বাবলুর মৃত্যুর পর গত বছরের ১০ অক্টোবর দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।
২ বছর আগে