গ্রাস করবে
বিএনপি ক্ষমতায় এলে গোটা দেশ গ্রাস করবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে গোটা দেশ গ্রাস করবে।
তিনি বলেন, ‘বিএনপি (ক্ষমতায় থাকাকালে) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ খেয়ে ফেলেছে। অর্থনীতিও ভেঙে পড়েছিল। মুক্তিযুদ্ধের মূল্যবোধকেও সম্মান করা হয়নি। স্বাধীনতার আদর্শের অস্তিত্ব ছিল না।’
শনিবার রাজধানীর শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলা মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে কাদের এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি ক্ষমতা ছাড়ার সময় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৫ বিলিয়ন মার্কিন ডলারের কম।
তিনি বলেন, ওই অবস্থান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
আরও পড়ুন: ফখরুল ও বিএনপি নেতাদের দলত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের
চলমান বৈশ্বিক সংকটের কারণে রিজার্ভ ৩৬ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই এক তীব্র আর্থিক সংকটের সম্মুখীন।
রংপুরে বিএনপির জনসভার সঙ্গে তাদের কাউন্সিলের তুলনা করে ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে শেখ হাসিনার উপস্থিতি ছাড়া জেলা পরিষদে কতজন উপস্থিত হয়েছেন তা দেখার আহ্বান জানান।
তিনি বলেন, ‘বিএনপির সমাবেশে যোগদানকারী বেশিরভাগ নেতাকর্মী দুই-তিন দিন আগে এসে খোলা আকাশের নিচে সময় কাটাচ্ছেন। কিন্তু মির্জা ফখরুল টাকার বিছানায় জীবন-যাপন করছেন। তিনি যত বেশি অনুষ্ঠান সাজাতে পারবেন, তত বেশি অর্থ উপার্জন করতে পারবেন। দুবাই থেকে টাকা আসছে।’
তিনি বলেন, আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভায় ১০ লাখ লোকের সমাগম হবে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন।
ঢাকা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদকে সভাপতি এবং পনিরুজ্জামান তরুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ওবায়দুল কাদের সুস্থ, তবে বিশ্রাম প্রয়োজন: চিকিৎসক
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন শঙ্কামুক্ত: চিকিৎসক
২ বছর আগে