ফৌজদারি
৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা: ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি বিচারের আহ্বান আইন প্রণেতাদের
২০২০ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলে হামলার ঘটনার তদন্তকারী হাউস কমিটি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ বিচারের পক্ষে ভোট দিয়েছে।
দাঙ্গা ও সহিংসতায় ট্রাম্পের ভূমিকার বিষয়ে প্যানেলের বিস্তৃত তদন্তের সমাপ্তির কথা জানিয়ে কমিটি সোমবার তার শেষ পাবলিক অধিবেশন করেছে। বুধবার এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
প্যানেলের মতে, ট্রাম্প সম্পূর্ণভাবে বিদ্রোহের জন্য দায়ী ছিলেন।
প্যানেলের সাতজন ডেমোক্র্যাট এবং দুই রিপাবলিকান, ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের সুপারিশ করছে। তারা ট্রাম্পকে ২০২০ সালের নির্বাচনে পরাজয় মেনে না নেয়ার জন্য একটি বৃহৎ চাপ সৃষ্টির চেষ্টা করার জন্য অভিযুক্ত করেছে।
শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্যানেল প্রতিবেদনের ১৫৪-পৃষ্ঠার সারাংশ প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, ফলাফল না মেনে নেয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প ভোটারদের ইচ্ছাকে ব্যর্থ করার জন্য ‘বহুমুখী ষড়যন্ত্রে’ জড়িত ছিলেন।
সোমবার একটি চূড়ান্ত বৈঠকে কমিটি দাঙ্গার সময় এবং বিদ্রোহের সময় উভয় ক্ষেত্রেই ট্রাম্পের চারটি ফৌজদারি আইন লঙ্ঘনের অভিযোগ করেছে। কারণ এটি বিচার বিভাগে বিচারের জন্য সাবেক রাষ্ট্রপতির সুপারিশ করেছিল।
বিচারের জন্য তারা যে অভিযোগগুলো সুপারিশ করেছে তার মধ্যে একটি হলো বিদ্রোহকে সহায়তা করা।
কমিটি রক্ষণশীল আইনজীবী জন ইস্টম্যানকেও ট্রাম্পের মতো একই আইনের দুটিতে বিচারের জন্য রেফার করার জন্য ভোট দিয়েছে। ইস্টম্যান ট্রাম্পকে ক্ষমতায় রাখার লক্ষ্যে সন্দেহজনক আইনি কৌশল তৈরি করেছিলেন। আইন দুটি হলো-মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতারণা করার ষড়যন্ত্র এবং একটি সরকারি কার্যক্রমে বাধা দেয়া।
১ বছর আগে
ফৌজদারি অপরাধ না হলে রাজনৈতিক সমাবেশে সহযোগিতা করবে পুলিশ: ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক কর্মসূচি নিয়ে চিন্তিত নয় পুলিশ। তবে রাজনৈতিক অনুষ্ঠানের নামে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন,‘রাজনৈতিক কর্মসূচি পুলিশের মাথাব্যথা নয়। আমাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। মিটিং বা মিছিল করা দলগুলোর রাজনৈতিক অধিকার।’
সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে কমিশনার’স মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ মন্তব্য করেন। গত ২৯ অক্টোবর কমিশনার দায়িত্ব নেয়ার পর এটাই ছিল প্রথম অনুষ্ঠান।
আরও পড়ুন: ঈদগাহে জায়নামাজ ও ছাতা ছাড়া কিছু আনবেন না: ডিএমপি কমিশনার
তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগ করলে বা সড়ক অবরোধ করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।
ডিএমপি প্রধান আরও বলেন, যতদিন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনও ফৌজদারি অপরাধ সংঘটিত না হবে,ততদিন পুলিশ সহযোগিতা করবে।
ঢাকা মহানগরীর যানজট প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন,পরিকল্পিতভাবে ঢাকার উন্নয়ন হয়নি এবং রাজধানীতে বেশ কিছু মেগা প্রকল্পের কাজ চলছে, যা যানজটের কারণ।
তিনি বলেন,আমরা যানজট কমাতে কাজ করছি।
এছাড়া সড়কে অবৈধ পার্কিং রোধে কাজ করা হবে বলেও জানান তিনি।
মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণে আরেক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, শুধু সরবরাহ কমিয়ে এটা বন্ধ করা যাবে না,চাহিদাও কমতে হবে।
নতুন পুলিশ কমিশনার অগ্রাধিকার ভিত্তিতে সাইবার অপরাধ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
আরও পড়ুন: ডিএমপি কমিশনার শফিকুল অবসরে যাচ্ছেন ৩০ অক্টোবর
দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের
২ বছর আগে