মুক্তির দাবি
ইমরান খানের মুক্তির দাবি মার্কিন কংগ্রেসের ৪৬ সদস্যের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং অন্যান্য রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তির জন্য চাপ দিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ৪৬ জন আইনপ্রণেতার একটি দল। তারা জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের অনুসন্ধানের ভিত্তিতে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিদায়ী প্রেসিডেন্ট বরাবর লেখা একটি চিঠিতে, কংগ্রেসের সদস্যরা জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন “হাউস রেজু্ল্যুশন ৯০১” এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যকর পদক্ষেপ নিতে। জুন মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গৃহীত এই প্রস্তাবে পাকিস্তানের ক্রমবর্ধমাণ মানবাধিকার লঙ্ঘন এবং নাগরিক স্বাধীনতা হাসের বিষয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে চিঠিটি শেয়ার করে জানিয়েছে, ‘রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৪৬ জন সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখে ইমরান খানের মুক্তির জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।’
আরও পড়ুন: বিয়ের মামলায় বেকসুর খালাস পেলেন ইমরান খান ও তার স্ত্রী
কংগ্রেস সদস্য সুসান ওয়াইল্ড এবং জন জেমসের নেতৃত্বে লেখা চিঠিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমের সমালোচনা করা হয়েছে। চিঠিতে অভিযোগ করা হয়, তিনি পাকিস্তানি-আমেরিকান সম্প্রদায়ের উদ্বেগের বিষয়গুলো সমাধান করতে ব্যর্থ হয়েছেন এবং গণতান্ত্রিক নীতি, মানবাধিকার এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়ে উপযুক্ত ভূমিকা পালন করেননি।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচনে অনিয়মের বিষয়টি তুলে ধরে একে ‘ত্রুটিপূর্ণ’ বলে অভিহিত করেছেন কংগ্রেস সদস্যরা। তারা বলেন, এই নির্বাচনে জালিয়াতি, পিটিআই দমন এবং পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের বিপক্ষে ফলাফল উল্টে দেওয়া হয়েছে।
তারা নির্বাচনের পর পরিস্থিতির আরও অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে গণগ্রেপ্তার, অযৌক্তিক আটক, মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রতিবন্ধকতা।
কুরেশির আহ্বান: কারাবন্দি নেতাদের মতামত নেওয়ার জন্য পিটিআই নেতৃত্বকে তাগিদ
এদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা শাহ মেহমুদ কুরেশি তার দলের বিরুদ্ধে অভিযোগ করেন, চার দশকের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাকে পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনার বাইরে রাখা হয়েছে।
শনিবার আদালতে হাজিরার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কুরেশি পিটিআই নেতাদের প্রতি লাহোরের কোট লাখপত কারাগারে বন্দি সিনিয়র সদস্যদের সঙ্গে পরামর্শ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমি পিটিআই নেতৃত্বকে অনুরোধ করছি, যখনই সম্ভব আমাদের কাছে আসুন এবং বর্তমান অচলাবস্থা কাটানোর উপায় নিয়ে আমাদের মতামত নিন।’
সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে আইনশৃঙ্খলা, বিচার বিভাগের স্বাধীনতা এবং মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করতে পিটিআইকে আহ্বান জানান শাহ মেহমুদ কুরেশি।
তিনি ইমরান খানের প্রতি তার আনুগত্য পুনর্ব্যক্ত করেছেন এবং ২৪ নভেম্বরের প্রতিবাদে সমর্থন জানান। কুরেশি পিটিআই নেতাকর্মী ও সমর্থকদের প্রতিবাদে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে জোটের শরিক পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সমালোচনা না করে গণতান্ত্রিক শক্তির সঙ্গে জোট গঠনে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।
পাকিস্তানের রাজনৈতিক পরিমণ্ডলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কুরেশি এ মন্তব্য করেছেন। সেখানে চলমান সংকটের মধ্যে বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে।
সূত্র: এজেন্সিি
আরও পড়ুন: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড
১ মাস আগে
সৌদিতে আটক ৮ বাংলাদেশির মুক্তির দাবিতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার
সৌদি আরবে আটক আট প্রবাসী বাংলাদেশির মুক্তি এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে অনুমতির জন্য বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ চেয়েছে তাদের পরিবার।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আটকদের স্বজনরা সরকারের কাছে তাদের দাবি জানান।
আটক বাংলাদেশিদের একজনের পরিবারের সদস্য এম নুরুল কবির ব্যাখ্যা করেছেন, বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের প্রেক্ষাপটে তাদের আটক করা হয়েছিল। এ আন্দোলন দেশের অভ্যন্তরে এবং বিদেশে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক সমর্থন লাভ করে।
কবির বলেন, গত ১৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সৌদি আরবের মুহাইল ও আবহায় প্রবাসীরা প্রার্থনা সভা ও আলোচনা সভার আয়োজন করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন, কিন্তু সমাবেশের পরে সৌদি পুলিশ অনুষ্ঠানের আয়োজকদের আটক করে। এই আটজনকে গত ২৩ দিন ধরে হেফাজতে রাখা হয়েছে।
পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে আটকে রাখায় তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়েছেন বলে জানান কবির।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের মোহাম্মদ জয়নাল আবেদিন, হাফিজ রহমাতুল্লাহ, মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক ও সেলিম উল ইসলাম এবং বান্দরবানের মাওলানা ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল ইসলাম।
ভুক্তভোগী পরিবারগুলো সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের মুক্তি দেয়নি। তারা এখন বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপের জন্য আবেদন করছে। তাদের বিশ্বাস এটি তাদের প্রিয়জনদের মুক্তি নিশ্চিত করার একমাত্র উপায়।
৩ মাস আগে
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে দলের সমাবেশ চলছে।
শনিবার দুপুর ২টা ৪২ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সামবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ঢাকার বিভিন্ন স্থান থেকে আসা দলের নেতাকর্মীরা। নানা রকম ব্যানার, প্ল্যাকার্ড ও শীর্ষ নেতাদের ছবিসহ মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন দলটির নেতাকর্মীরা।
বড় মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন সহযোগী সংগঠন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার সারাদেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
কর্মসূচির অংশ হিসেবে আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করছে দলটি।
এ ছাড়া আগামী ১ জুলাই সব মহানগর এবং ৩ জুলাই সব জেলা সদরে সমাবেশ করবে বিএনপি।
গত ২২ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সফলভাবে তার বুকে পেসমেকার প্রতিস্থাপন করেন। তিনি এখন হাসপাতালের সিসিইউ সুবিধাসহ একটি কেবিনে চিকিৎসা নিচ্ছেন।
২০২২ সালের ১১ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে একটি ৯৫ শতাংশ ব্লক হয়ে গিয়েছিল এবং সে সময় স্টেন্ট বসানোর মাধ্যমে তার চিকিৎসা করা হয়েছিল।
৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।
২০২০ সালে শর্তসাপেক্ষে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে বেশ কয়েকবার চিকিৎসা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। পরে ওই বছরই আরেকটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন তিনি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সরকার ২০২০ সালের ২৫ মার্চ এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তার গুলশানের বাসায় অবস্থান এবং দেশত্যাগ না করার শর্তে তাকে সাময়িক মুক্তি দেয়। এরপর তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে একাধিকবার।
২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকে তার চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিচ্ছেন।
গত বছরের ২৬ অক্টোবর খালেদা জিয়ার পেটে ও বুকে পানি জমে যাওয়া ও লিভারে রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপ্যাটিক পোর্টোসিস্টেমিক শান্ট (টিপস প্রসিডিউর) নামে পরিচিত হেপাটিক প্রক্রিয়া সম্পন্ন করেন যুক্তরাষ্ট্রের তিন বিশেষজ্ঞ চিকিৎসক।
আরও পড়ুন: খালেদা জিয়াকে সিসিইউ সুবিধাসহ কেবিনে স্থানান্তর
৫ মাস আগে
মির্জা ফখরুলের মুক্তির দাবি ৬০ বিশ্ববিদ্যালয় শিক্ষকের
কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ৬০ জন শিক্ষক।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানান তারা।
আরও পড়ুন: মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ: বিএনপি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আমরা পারিবারিক সূত্রে জানতে পারলাম, তিনি অসুস্থ ও তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এছাড়া আমরা মির্জা ফখরুলের সুস্থতার বিষয়ে উদ্বিগ্ন।
বিবৃতিতে মির্জা ফখরুলের মুক্তি দাবি জানিয়ে তারা বলেন, মির্জা ফখরুল এ দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনীতি করছেন।
এছাড়া আমরা দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেয়ার প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও বেগবান করার জন্য তার মুক্তি দাবি করছি।
দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন-অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক সাইদুর রহমান ও অধ্যাপক আনু মুহাম্মদ প্রমুখ।
আরও পড়ুন: মির্জা ফখরুল ও আব্বাসসহ ৭জনের জামিনের আবেদন
মির্জা ফখরুলকে আটকের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ
১ বছর আগে
নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে হেফাজতে ইসলাম
হেফাজতে ইসলাম সোমবার জানিয়েছে, ২০১৩ সাল থেকে সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও যারা কারাবন্দী আছে তাদের মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে তারা।
হেফাজত আগামী ১৭ ডিসেম্বর ঢাকায় ইসলামী স্কলারদের সম্মেলন (উলামা মাশায়েখ সম্মেলন) করার সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় (হাটহাজারী মাদ্রাসা নামে পরিচিত) কেন্দ্রীয় কমিটির সভায় সংগঠনটি এ সিদ্ধান্ত নেয়।
এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের প্রধান মুহিবুল্লাহ বাবুনগরী। সিনিয়র নায়েবে আমীর মুহাম্মদ ইয়াহিয়া ও নায়েবে আমীর সালাহউদ্দিন নানুপুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন
বৈঠকে হেফাজতের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটির সম্প্রসারণ ও রদবদলের সিদ্ধান্ত হয় এবং সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার জন্য তাজুল ইসলামকে ইউনিট আহ্বায়ক করে ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
হেফাজতের জেলা পর্যায়ের কমিটি গঠনের জন্য মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের সভাপতিত্বে পাঁচ সদস্যের একটি উপ-কমিটিও গঠন করা হয়েছে।
বৈঠকে হেফাজত প্রধান তাদের সাংগঠনিক পদবি জাতীয় পর্যায়ে কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: গাজীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ
বগুড়ায় হেফাজতে ইসলামের মিছিল ও সমাবেশ
২ বছর আগে