দেশে ফেরাতে
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আসামিকে দেশে ফেরাতে বিকল্প পথ খুঁজতে অনুরোধ
কানাডায় পলাতক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য বিকল্প পথ খুঁজতে দেশটিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার সচিবালয়ে কানাডার হাই কমিশনার লিলি নিকোলসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ হাইকমিশন এ অনুরোধ জানান।
পরে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। কানাডা আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেনহাই কমিশনার।
তিনি আরও বলেন, আমি তাদের অনুরোধ করেছি, বিকল্প পন্থা বের করা যায় কিনা। তাকে বলেছি একজন খুনিকে আশ্রয় দেয়া মানবাধিকারের লঙ্ঘন।’
সফরে তারা দুই দেশের মধ্যে ৫০ বছরের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র, গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: গুজবে বিভ্রান্ত না হয়ে আস্থাশীল থাকার আহ্বান কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের
এএমএ মুহিতের মৃত্যুতে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের শোক
বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের `পূর্ণাঙ্গ ডিজিটাল' যাত্রা শুরু
২ বছর আগে