বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
চলমান কাজগুলো শেষ করাটাই বড় চ্যালেঞ্জ: ইয়াফেস ওসমান
চলমান কাজগুলো শেষ করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
রবিবার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
তিনি বলেন, গত তিন মেয়াদে কোনো চ্যালেঞ্জ দেখিনি। এখন আবার কী চ্যালেঞ্জ। এখন মূলত যেগুলো শুরু করেছিলাম সেগুলো শেষ করে যেতে পারাই বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারনেটের আওতায় আনার কাজ করছে সরকার: প্রযুক্তিমন্ত্রী
ইয়াফেস ওসমান বলেন, প্রধানমন্ত্রী সবসময় সৎ লোক মূল্যায়ন করেন। আমি মনে করি, যদি সততার সঙ্গে কাজ করি, তাহলে চারবার কেন পাঁচবার, ছয়বারও মন্ত্রী হতে পারব। এটাই প্রমাণ হয়েছে।
আরও পড়ুন: ডিজিটাল ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু হবে চট্টগ্রাম: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
১০ মাস আগে
সংসদে পরমাণু শক্তি কমিশন (সংশোধনী) বিল পাস
জাতীয় সংসদে মঙ্গলবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধনী) বিল-২০২২ শিরোনামের একটি বিল পাস হয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে দুটি পদের নাম পরিবর্তনের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিল অনুযায়ী, কমিশনে অর্থ উপদেষ্টা ও সচিব নামে দুটি পদ রয়েছে, যেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব পদমর্যাদার কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে।
আরও পড়ুন: সংসদে ৫ প্যানেল সভাপতি মনোনীত
মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৯ সালের ২৩ অক্টোবর নির্দেশনা দেয়, যদি কোনো মন্ত্রণালয় বা বিভাগের অধীনে কোনো দপ্তরে সহকারী সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব এবং সচিব নামে কোনো পদ থাকে; তাহলে সেই পদের নাম পরিবর্তন করতে হবে।
বিলে বলা হয়েছে,সচিব শব্দের পরিবর্তে পরিচালক শব্দটি ব্যবহৃত হবে। বিলের এ সংক্রান্ত ধারায় শব্দগত পরিবর্তন এনে বলা হয়েছে, সরকার কমিশনকে সহায়তা দেয়ার জন্য সার্বক্ষণিক একজন পরিচালক (অর্থ) ও একজন পরিচালক (প্রশাসন) নিয়োগ করবে।
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু
মহাসড়কে তিন চাকার গাড়ি বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির
২ বছর আগে