কক্সসবাজার
একদিনে সমুদ্রে ভেসে যাওয়া ৩ শতাধিক পর্যটক উদ্ধার
কক্সসবাজারে টিউব নিয়ে সমুদ্রে গোসলে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া তিন শতাধিক পর্যটককে উদ্ধার করেছে সি সেইফ লাইফ গার্ড। আর এতে সহায়তা করে জেট স্কি চালকরা। বুধবার (২ নভেম্বর) কক্সবাজারের সুগন্ধা, লাবণী , সীগাল বীচ পয়েন্ট থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
জানা যায়, এদিন সকালে প্রতিদিনের মতোই হাজার হাজার পর্যটক গোসল করতে নামে। এর অধিকাংশ পর্যটক চাকার টিউব নিয়ে সমুদ্র গোসলে মেতে ওঠে। এসময় সমুদ্রে ঢেউ টিউবে থাকা পর্যটকদের তীর থেকে দূরে নিয়ে যায়। এভাবে সমুদ্রের ঢেউয়ের তোড়ে ভেসে যায় গভীর সমুদ্রে। ভেসে যাওয়া এসব পর্যটক ঝুঁকির মুখে পড়ে যায়। এই অবস্থায় সি সেইভ লাইফ গার্ডের কর্মীরা দ্রুত ছুটে গিয়ে ভেসে যাওয়া এসব পর্যটকদের উদ্ধার করে।
সমুদ্রে টিউব নামানো নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি পর্যটকদের টিউব ভাড়া দিয়ে ব্যবসা করছেন। আর পর্যটকরা এসব টিউব নিয়ে সমুদ্রে গোসল করতে গিয়ে বিপদে পড়ছেন।
ফেনি থেকে আসা মো. সোলেমান নামের এক পর্যটক জানান, তাকে ডুবে যাওয়ার আগ মুহুর্তে সি সেইফ গার্ড বাঁচিয়ে তীরে ফিরিয়ে এনেছে। তিনি বুঝতে পারেননি কখন স্রোতের টানে তীর থেকে এত দূরে চলে গিয়েছেন।
২ বছর আগে